ঢাকাইয়া চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ‘পাঙ্কু জামাই’ নিয়ে ফিরছেন। তার অভিনীত ছবি ‘পাঙ্কু জামাই’ আগামী রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে। এ ছবিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। আবারো দর্শক তাদের একসাথে বড় পর্দায় দেখতে পাবেন।
‘পাঙ্কু জামাই’ রোজার ঈদে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন এ ছবির নির্মাতা আবদুল মান্নান। তিনি বলেন, ছবির কাজ শেষ করতে প্রায় তিন বছরের মতো সময় লেগেছে। তবে এত সময় লেগেছে শাকিব খান ও অপু বিশ্বাসের মাঝে মনোমালিন্যের জন্য। তারপরও ক্ষোভ নেই। আমার প্রযোজক এরইমধ্যে প্রেক্ষাগৃহ মালিকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। আশা করছি, আসছে ঈদে ছবিটি মুক্তি দিতে পারব।
অপু জানান, সম্প্রতি জেনেছি ছবিটি খুব শিগগিরই মুক্তি পাবে। ছবিটি শেষ করতে অনেক সময় লাগলেও আমার বিশ্বাস দর্শক এটি দেখে পছন্দ করবেন। অনেকদিন পর নতুন ছবি নিয়ে হাজির হচ্ছি। তাই অনুভূতিটা সত্যিই ভিন্ন।

সবশেষ গত বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল শাকিব-অপু জুটির ‘রাজনীতি’ ছবিটি। এটি পরিচালনা করেন বুলবুল বিশ্বাস।
‘পাঙ্কু জামাই’ ছবির বাইরে একই সময়ে অপু বিশ্বাস কালাম কায়সার পরিচালিত ‘মা’ ছবির সেটে উপস্থিত হলেও এ ছবির কাজ আর শুরু হয়নি। তবে খুব শিগগির রবিন খান পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন অপু। ছবির নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে ‘কানাগলি’।
এ ছবি ছাড়াও দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। এ ছবিতে তার নায়ক বাপ্পি চৌধুরী। এছাড়া ‘লিংকআস’ নামে একটি ডিজিটাল প্লাটফর্ম কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন তিনি।


























