কাশ্মীরকে প্রকৃতির ভূ-স্বর্গ বলা হয়। গ্রীষ্মের এই সময়টাতে যৌবন ফিরে পায় কাশ্মীরের প্রকৃতি। কেউ কেউ আবার ‘প্রেম-পর্যটন’ ও ‘রোমান্সের’ শহরও বলেন। সাদা বরফে ঘেরা চারিদিক। বলিউডের দাবাং খান ও শ্রীলঙ্কান বিউটি জ্যাকলিনের মাঝে কাশ্মীরে রোমান্স করতে দেখা গেছে। আর এমন এক ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরেছে।
কিন্তু গুজবে কান দেবেন না! আসলে ভাইজান কোনো সম্পর্কে জড়াননি। চলছে ‘রেস থ্রি’-এর শ্যুটিংয়ের শেষ পর্ব। যার জন্য পরিচালক বেছে নিয়েছেন ভূ-স্বর্গ কাশ্মীরকে। সেখানেই বেশ কয়েকদিন ধরে চলবে শ্যুটিং।
জানা গেছে, কাশ্মীরে পৌঁছে সালমান খান প্রথমেই দেখা করেন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতির সঙ্গে। সাক্ষাৎ শেষে ভাইজান বলেন, “মুখ্যমন্ত্রী খুব ভালো মনের মানুষ। ওনার অভ্যর্থনায় আমরা সকলেই আপ্লুত। ‘রেস থ্রি’-এর শ্যুটিংয়ের মুখ্যমন্ত্রী তার তরফ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দেন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেই ‘রেস থ্রি’-এর গোটা টিম চলে যায় শ্যুটিং স্পটে৷।যদিও অভিনেতাদের মধ্যে সালমানের সঙ্গে দেখা গেল শুধু জ্যাকলিনকে। এছাড়াও ছিলেন পরিচালক আলি রেমো ডি’সুজা এবং প্রযোজক।


























