০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়্যার’ দেখতে দীর্ঘ সারি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮
  • 149

বিশ্বে সাড়া জাগানো অ্যাভেঞ্জার্স সিরিজের নতুন সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়্যার’ ২৭ এপ্রিল আন্তজার্তিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি মার্ভেল কমিকসের সুপার হিরোদের নিয়ে নির্মিত। এর আগে কোনো সিনেমায় এত সুপার হিরোকে একসঙ্গে দেখা যায়নি। যার কারণে ছবিটি নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল।

সারা বিশ্বের সঙ্গে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সেও আগামীকাল মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়্যার’ সিনেমাটি। আর সে জন্য সিনেমাটি দেখার জন্য অগ্রিম টিকেট পাওয়ার জন্য ব্যাপক আগ্রহ দেখা গেছে দর্শকদের মধ্যে। সে লাইন স্টার সিনেপ্লেক্সের আটতলা থেকে রাস্তা পর্যন্ত এসে পৌঁছেছে! এর মধ্যেই সবচেয়ে অল্প সময়ের বেশি দেখা ট্রেলারের রেকর্ড এখন ছবিটির দখলে। প্রকাশের প্রথম দিনে দেখা হয়েছে ২৩ কোটিবার।

দর্শকদের ভিড় করা তেমন কিছু ছবিই ২৬ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজ থেকে পোস্ট করেছে। যেখানে দেখা গেছে টিকেট পেতে আগ্রহী দর্শকরা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে রয়েছেন। আর সেটি সিনেপ্লেক্সের গ্রাউন্ড পর্যন্ত এসে ঠেকেছে।

সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ঢাকার দর্শকের কথা বিবেচনায় রেখে প্রতিদিন ছবিটির ১৩টি শো প্রদর্শিত হতে। ইতোমধ্যে শুক্রবার ও শনিবারের সব টিকেট বিক্রি হয়ে গেছে।

‘আয়রনম্যান’, ‘ক্যাপ্টেন আমেরিকা’, ‘হাল্ক’, ‘থর’, ‘ডক্টর স্ট্রেঞ্জ’, ‘স্পাইডারম্যান’, ‘ব্যাক উইডো’, ‘উইন্টার সোলজার’, ‘ব্ল্যাক প্যান্থার’, ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি বাহিনী’—সবই রয়েছে এই সিনেমাতে। পৃথিবী রক্ষার মিশনে দেখা যাবে তাদের।

ছবিতে বিভিন্ন চরিত্রে দেখা মিলবে জনপ্রিয় তারকা রবার্ট ডাউনি জুনিয়র, টম হল্যান্ড, ক্রিস প্রাট, স্কারলেট জোহানসন, মার্ক রাফালো, ক্রিস ইভান্স, জেরেমি রেনার, এলিজাবেথ ওলসেন, অ্যান্থনি ম্যাকি, পল রুড, জোয়ি স্যালডানা, ডেভ বাউটিস্টা, পম ক্লেমেনটিয়েফম, বেনেডিক্ট কাম্বারব্যাচ, চ্যাডউইক বোসম্যান টম হিডেলস্টনসহ আরও অনেককেই।

ছবিটি পরিচালনা করেছেন দুই ভাই জো রুশো ও অ্যান্থনি রুশো। এর আগে তারা ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের দুটি ছবি পরিচালনা করেন। তারা জানান, ২০০৮ সালে ‘আয়রনম্যান’ ছবির মাধ্যমে যে গল্প শুরু হয়েছিল, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়্যার’-এ তা সমাপ্ত হবে।

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়্যার’ দেখতে দীর্ঘ সারি

প্রকাশিত : ০৯:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮

বিশ্বে সাড়া জাগানো অ্যাভেঞ্জার্স সিরিজের নতুন সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়্যার’ ২৭ এপ্রিল আন্তজার্তিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি মার্ভেল কমিকসের সুপার হিরোদের নিয়ে নির্মিত। এর আগে কোনো সিনেমায় এত সুপার হিরোকে একসঙ্গে দেখা যায়নি। যার কারণে ছবিটি নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল।

সারা বিশ্বের সঙ্গে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সেও আগামীকাল মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়্যার’ সিনেমাটি। আর সে জন্য সিনেমাটি দেখার জন্য অগ্রিম টিকেট পাওয়ার জন্য ব্যাপক আগ্রহ দেখা গেছে দর্শকদের মধ্যে। সে লাইন স্টার সিনেপ্লেক্সের আটতলা থেকে রাস্তা পর্যন্ত এসে পৌঁছেছে! এর মধ্যেই সবচেয়ে অল্প সময়ের বেশি দেখা ট্রেলারের রেকর্ড এখন ছবিটির দখলে। প্রকাশের প্রথম দিনে দেখা হয়েছে ২৩ কোটিবার।

দর্শকদের ভিড় করা তেমন কিছু ছবিই ২৬ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজ থেকে পোস্ট করেছে। যেখানে দেখা গেছে টিকেট পেতে আগ্রহী দর্শকরা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে রয়েছেন। আর সেটি সিনেপ্লেক্সের গ্রাউন্ড পর্যন্ত এসে ঠেকেছে।

সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ঢাকার দর্শকের কথা বিবেচনায় রেখে প্রতিদিন ছবিটির ১৩টি শো প্রদর্শিত হতে। ইতোমধ্যে শুক্রবার ও শনিবারের সব টিকেট বিক্রি হয়ে গেছে।

‘আয়রনম্যান’, ‘ক্যাপ্টেন আমেরিকা’, ‘হাল্ক’, ‘থর’, ‘ডক্টর স্ট্রেঞ্জ’, ‘স্পাইডারম্যান’, ‘ব্যাক উইডো’, ‘উইন্টার সোলজার’, ‘ব্ল্যাক প্যান্থার’, ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি বাহিনী’—সবই রয়েছে এই সিনেমাতে। পৃথিবী রক্ষার মিশনে দেখা যাবে তাদের।

ছবিতে বিভিন্ন চরিত্রে দেখা মিলবে জনপ্রিয় তারকা রবার্ট ডাউনি জুনিয়র, টম হল্যান্ড, ক্রিস প্রাট, স্কারলেট জোহানসন, মার্ক রাফালো, ক্রিস ইভান্স, জেরেমি রেনার, এলিজাবেথ ওলসেন, অ্যান্থনি ম্যাকি, পল রুড, জোয়ি স্যালডানা, ডেভ বাউটিস্টা, পম ক্লেমেনটিয়েফম, বেনেডিক্ট কাম্বারব্যাচ, চ্যাডউইক বোসম্যান টম হিডেলস্টনসহ আরও অনেককেই।

ছবিটি পরিচালনা করেছেন দুই ভাই জো রুশো ও অ্যান্থনি রুশো। এর আগে তারা ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের দুটি ছবি পরিচালনা করেন। তারা জানান, ২০০৮ সালে ‘আয়রনম্যান’ ছবির মাধ্যমে যে গল্প শুরু হয়েছিল, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়্যার’-এ তা সমাপ্ত হবে।