মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। শুটিং ও স্টেজ শোতে অংশ নিতে এই মুহূর্তে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেই অনুষ্ঠানগুলো শেষে অবসর উদযাপনে মায়ামি সৈকতে যান এই অভিনেত্রী। সৈকতের মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করে পোস্টও করেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে।
বাংলাদেশ সময় ২৬ এপ্রিল, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ছবিগুলো পোস্ট করা হয়।
এর আগে গত ২৩ এপ্রিল, সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আরটিভিতে প্রচারিত তিন নাটক নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন পিয়া। সংবাদ সম্মেলনের আয়োজন করেন পরিচালক সৈয়দ জামিম।
নাটক তিনটি হলো ‘মন খারাপ মেয়ে’, ‘সাত সমুদ্দুর দূরে’ ও ‘মায়াহীন মায়া।’ নাটকে পিয়া বিপাশা ছাড়াও অভিনয় করছেন টনি ডায়েস, রিচি সোলায়মান, আব্দুন নূর সজল, নাদিয়া, পায়েল মুখার্জি, আনিসুর রহমান দীপু ও রাসেক মালিক।
সংবাদ সম্মেলনে পিয়া বিপাশা ছাড়াও বক্তব্য দেন টনি ডায়েস, রিচি সোলায়মান, আব্দুন নূর সজল, নাদিয়াসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে পিয়া বিপাশা বলেন, ‘খুব ভালো লাগছে। দুটি শো করলাম এখানে। নিউইয়র্কে আমার প্রথম নাটক হবে। আরটিভির সঙ্গে আমি অনেক কাজ করেছি। জামিম ভাইয়ের সাথে প্রথম কাজ। স্টোরি খুব সুন্দর। সবার ভালো লাগবে আশা করি।’


























