হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকায় হালদা নদীতে নিখোঁজ মাদরাসা ছাত্র মোহাম্মদ আনাসের (১৪) লাশ নদীতে ভেসে উঠেছে। শনিবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে হালদা নদীর তিন খালের মুখস্থ গচ্ছাখালীতে লাশটি দেখতে পান স্থানীয়রা।
গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১নং ওয়ার্ড হালদা নদীতে ফুটবল খেলা শেষে গোসল করতে গিয়ে আনাস (১৩) নামে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ আনাস একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজি দুলা মিয়া সওদাগর বাড়ির আবু তাহেরের ছেলে। সে হাটহাজারী পৌরসভার শাহ অলি উল্লাহ্ মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























