০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

পাটনায় মোনালিসার কাণ্ড!

কলকাতার ধারাবাহিক ‘দুপুর ঠাকুরপো’-র সিজন টু-র শুটিং শুরু করেছেন তিনি। ‘উমা বউদি’-র জায়গায় ‘ঝুমা বউদি’-কে যে তিনি চ্যালেঞ্জিং রোল হিসেবেই নিচ্ছেন, তা স্পষ্ট। কিন্তু, দুপুর ঠাকুরপোর শুটিংয়ের মাঝেই পাটনায় উড়ে গেলেন মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস।

সম্প্রতি কলকাতা থেকে পাটনায় উড়ে গিয়ে একটি ইভেন্ট শো-তে হাজির হন মোনালিসা। আর সেখানে ‘ভূমি’-র গানে কমর দোলাতে দেখা যায় ভোজপুরি অভিনেত্রীকে। সানি লিওন-এর ‘ট্রিপি ট্রিপি’ গানেই পাটনার ওই ইভেন্টে কোমর দোলাতে দেখা যায় মোনালিসাকে। আর সেই ভিডিও একটি সংবাদ মাধ্যমের ইনস্টাগ্রামে শেয়ার করতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

এদিকে বিগ বসের ঘরে ভোজপুরি অভিনেতা বিক্রান্ত-এর সঙ্গে সাতপাক ঘুরে নেন মোনালিসা। যা নিয়ে তাঁকে বেশ সমালোচনার মুখেও পড়তে হয়। কিন্তু, হাজারো সমালোচনার মুখেও এ বিষয়ে মুখে টু শব্দ করনেনি মোনালিসা।

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

পাটনায় মোনালিসার কাণ্ড!

প্রকাশিত : ০৭:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮

কলকাতার ধারাবাহিক ‘দুপুর ঠাকুরপো’-র সিজন টু-র শুটিং শুরু করেছেন তিনি। ‘উমা বউদি’-র জায়গায় ‘ঝুমা বউদি’-কে যে তিনি চ্যালেঞ্জিং রোল হিসেবেই নিচ্ছেন, তা স্পষ্ট। কিন্তু, দুপুর ঠাকুরপোর শুটিংয়ের মাঝেই পাটনায় উড়ে গেলেন মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস।

সম্প্রতি কলকাতা থেকে পাটনায় উড়ে গিয়ে একটি ইভেন্ট শো-তে হাজির হন মোনালিসা। আর সেখানে ‘ভূমি’-র গানে কমর দোলাতে দেখা যায় ভোজপুরি অভিনেত্রীকে। সানি লিওন-এর ‘ট্রিপি ট্রিপি’ গানেই পাটনার ওই ইভেন্টে কোমর দোলাতে দেখা যায় মোনালিসাকে। আর সেই ভিডিও একটি সংবাদ মাধ্যমের ইনস্টাগ্রামে শেয়ার করতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

এদিকে বিগ বসের ঘরে ভোজপুরি অভিনেতা বিক্রান্ত-এর সঙ্গে সাতপাক ঘুরে নেন মোনালিসা। যা নিয়ে তাঁকে বেশ সমালোচনার মুখেও পড়তে হয়। কিন্তু, হাজারো সমালোচনার মুখেও এ বিষয়ে মুখে টু শব্দ করনেনি মোনালিসা।