চেক রিপাবলিক প্রাগে গানে দর্শক মাতাবেন সময়ের আলোচিত সঙ্গীতশিল্পী শারমিন সুলতানা উপমা। সেখানে ট্রেসিন্ড অডিটোরিয়াম প্রাগে অল ইউরোপিয়ান এসোসিয়েশনের আয়োজনে “আয়েবা তৃতীয় গ্রান্ড কনভেনশন ২০২২” চলছে। অনুষ্ঠানের শেষ দিন অর্থাৎ আগামীকাল রোববার, ১৬ অক্টোবর সংস্কৃতি অনুষ্ঠান পর্বে থাকবে শিল্পী উপমার গান পরিবেশনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন চেক প্রজাতন্ত্রের দায়িত্বে নিয়োজিত রাস্ট্রদূত মো: মোশাররফ হোসেন ভূইঁয়া, বাংলাদেশ দূতাবাস বার্লিন, জার্মান। এবার অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় টেকসই অভিবাসন।
অনুষ্ঠানের কণ্ঠশিল্পী উপমা দেশের পর বিদেশের মাটিতেও নিরবিচ্ছিন্ন ভাবে সঙ্গীতের আলো ছড়িয়ে দেশের মুখ উজ্জল করছেন। তিনি বতর্মানে ডেনমার্কে প্রবাস জীবন যাপন করছেন। সেখানে থেকেই তিনি বাংলা গানকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে সব সময় সচেষ্ট আছেন।
বার্লিনে গান পরিবেশন বিষয়ে কণ্ঠশিল্পী উপমা বলেন, “এইতো আমি ইউরোপ যাওয়ার পরে আমার প্রথম শো গত জুলাই মাসেস্পেনের বার্সেলোনাতে হয়েছিল । এটা দ্বিতীয় শো এবং গোটা ইউরোপের বাঙ্গালী কম্যুনিটির সবচেয়ে বড় অনুষ্ঠান। সেখানে আগামীকাল গান করবো ইনশাআল্লাহ। আমি খুব আনন্দিত উচ্ছসিত।
আমি বাংলা গানকে এভাবে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। এর জন্য আমি সবার সহযোগিতা চাই। সবাই যেন আমাকে অনুষ্ঠান দিয়ে সহযোগিতা করেন”।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ