গত ৫ এপ্রিল ৪৮ ঘণ্টার জন্য কারাবাস কাটিয়ে ফের শুটিংয়ে ফিরেছেন সালমান খান। খোশমেজাজেই ‘রেস ৩’ সিনেমার শুটিং করছেন তিনি। জ্যাকলিন ফার্নান্ডেজ ও সিনেমার টিমের সঙ্গে তিনি পৌঁছেছেন কাশ্মীর। সেখানেই নায়িকার সঙ্গে শুরু হয়েছে সালমানের ঘনিষ্ঠতা।
তবে না। সত্যিই একে অপরের প্রেমে পড়েননি সালমান ও জ্যাকলিন। আসলে তারা কাশ্মীর গিয়েছেন সিনেমাটির একটি রোমান্টিক গানের শুটিং করতে। বর্তমানে শুটিং সেটের একাধিক ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরিচালক রেমো ডিসুজা ও নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ প্রিয় নায়কের সঙ্গে শুটিং পর্ব বেশ উপভোগ করছেন।
কাশ্মীরে সালমানের সঙ্গে খুনসুটি করছেন জ্যাকলিন। তার ইনস্টাগ্রাম প্রোফাইলেই ফুটে উঠছে তার প্রমাণ। কাশ্মীরের উপত্যকায় লেন্সবন্দী হয়েছে সালমান-জ্যাকলিনের বিভিন্ন মুহূর্ত। ইনস্টাগ্রামের ভিডিওতে দেখা যাচ্ছে বরফে ঢাকা এলাকার মধ্যে দিয়ে ছুটে চলেছে সালমানের বাইক। পেছনে বসেছেন জ্যাকলিন।
এ ছাড়া আরেকটি ছবিতে দেখা গেছে, কাশ্মীরের স্বল্প তাপমাত্রায় লেপ-কম্বল জড়িয়েও ঠান্ডায় কাঁপছেন জ্যাকলিন। আর সেখানে মাত্র একটি গেঞ্জি পরেই দাঁড়িয়ে রয়েছেন সালমান। এমন ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন ‘এত উত্তাপ সহন করা মুশকিল’।
এদিকে ছবি ও ভিডিওগুলো ভাইরাল হতে বেশি সময় লাগেনি। অনেকেই সালমানের এই ফিটনেসের প্রশংসায় পঞ্চমুখ। ৫২ বছর বয়সেও যে তিনি কতটা ফিট, তা যেন ফের এই ছবিতে প্রমাণ করলেন ‘দাবাং’ খান।
‘রেস’ সিরিজের তৃতীয় সিক্যুয়েল ‘রেস ৩’। প্রথম দুই সিরিজে মূল ভূমিকায় ছিলেন সাইফ আলি খান। তবে এ সিনেমায় অনিল কাপুর ছাড়া বাকি সব তারকাই নতুন। সালমান, জ্যাকলিন ছাড়াও ছবিতে রয়েছেবন সাকিব সালিম, ডেইজি শাহ ও ববি দেওল। সব ঠিকঠাক থাকলে এই ঈদে মুক্তি পাচ্ছে ‘রেস ৩’। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


























