একাধিক সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী রানি মুখার্জি। মাঝে সংসার ও সন্তানের জন্য পাঁচ বছরের বিরতি নিয়েছিলেন তিনি। কিন্তু আবারও ‘হিচকি’ নিয়ে ফিরে এসেছেন স্বমহিমায়। এক সাক্ষাৎকারে জানালেন, তিনি জন্মেছেন দর্শকদের শুধু বিনোদন দেওয়ার জন্যই।
সম্প্রতি ‘হিচকি’ সিনেমার সাফল্যের পর রানি মুখার্জি এআইএনএসককে একটি সাক্ষাৎকারে সিনেমার ক্যারিয়ার থেকে শুরু করে একাধিক বিষয় কথা বলেন। অভিনেত্রী বললেন, ‘দর্শকের বিনোদনের জন্য আমি এখানে আছি। শুধু কাউকে কিছু শেখানো বা সামাজিক বার্তা দেব—সেই উদ্দেশ্যে এই ক্যারিয়ারে আমি আসিনি।’
‘মেহেন্দি’, ‘নো ওয়ান কিল্ড জেসিকা’, ‘ব্ল্যাক’, ‘মারদানি’, ‘হিচকি’র মতো সিনেমায় মেয়েদের ক্ষমতায়নের নানা দিক তুলে ধরেছেন রানি মুখার্জি। যার জন্য প্রশংসাও পেয়েছেন তিনি। পেয়েছেন পুরস্কারও। শুধু সামাজিক বার্তা দিতেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রানি—তেমনটা কিন্তু নয়।
সামাজিক বার্তা দেওয়ার মতো সিনেমাতেই শুধু অভিনয় করতে চান কি না রানি—এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘আমি আমার প্রত্যেকটি সিনেমার সঙ্গে জড়িত। আমি মনে করি, মন ছুঁয়ে যাওয়া কোনো গল্পে কাজ করব। কেউ যদি এসে বলে ‘বান্টি অউর বাবলি ২’ বানাবে, আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেব। নিজে শতভাগ দেব সিনেমায়।’
১৬ বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন রানি। চরিত্র নির্বাচনে সবসময়ই মনের কথা শোনেন তিনি। এই প্রসঙ্গে রানি আরও বলেন, ‘দিন শেষ আমি যা করলাম তাতে মন ভরেছে কি না—সেটাই গুরুত্বপূর্ণ। তবে যদি একটি সিনেমার মধ্যে বিনোদন ও সামাজিক বার্তা দুটোই থাকে, অবশ্যই আমি করব।’ সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড


























