টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। টস জিতেই বোলিং নিয়ে দাসুন শানাকার মতামত, ‘আমরা বোলিং নিচ্ছি, উইকেট কেমন দেখতে হবে।’ উইকেট দেখলেন, হতবাকই হয়তো হলেন। শুরু থেকে নামিবিয়াকে চেপে ধরা দলটির বোলাররা ডেথ ওভারে বিপর্যস্ত।
১০ ওভার শেষে ৩ উইকেটে ৫৯ রান করা নামিবিয়া একেবারে হতভম্ব করে ছাড়লো। ১৫তম ওভারে নামেন জ্যান ফ্রাইলিংক ও জেজে স্মিট। তাদের ব্যাটিং ঝড়ের পর থেকে শ্রীলঙ্কা হারায় খেই, তা বজায় থাকে তাদের ব্যাটিংয়েও।
এশিয়া কাপের চ্যাম্পিয়নরা বিশ্বকাপে এতটাই বিবর্ণ যে ১০০ পার করেই শেষ। ৫৫ রানে জিতে নামিবিয়া চমকে দিলো বিশ্বকাপের প্রথম ম্যাচেই। গতবার এই শ্রীলঙ্কার কাছে প্রথম রাউন্ডে হারার পর নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডকে হারিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপে পেয়েছিল সুপার টুয়েলভের টিকিট। দ্বিতীয় আসরে তারা লঙ্কানদের হারিয়েই আবারও পরের ধাপে যাওয়ার ইঙ্গিত দিলো শক্তভাবে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব