বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সেলিব্রেটি টক শো ‘এবং পূর্ণিমা’তে এবারের অতিথি সিয়াম আহমেদ ও তৌসিফ মাহবুব। ২৮ এপ্রিল, শনিবার রাত ১০টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে।
এবারের পর্বে সিয়াম ও তৌসিফ তাদের নিজের জীবনের পছন্দ-অপছন্দ, ভালোলাগা, মন্দলাগাসহ নানা বিষয় নিয়ে পূর্ণিমার সঙ্গে আড্ডা দেবেন। এ অনুষ্ঠানের প্রতিটি পর্বেই আমন্ত্রিত অতিথিরা তাদের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত। গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন। এর আগে ২১ এপ্রিল শনিবার এবং পূর্ণিমার অতিথি হয়েছিলেন ফাহমিদা নবী।
এ ছাড়াও ইতোপূর্বে এ অনুষ্ঠানে এসে পূর্ণিমার মুখোমুখি হয়েছিলেন মিশা সওদাগর, আরেফিন শুভ, কনা ও ইমরানসহ আরও অনেকে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা পূর্ণিমার কাছে তাদের জীবনের নানা গোপন কথা শেয়ার করেন।


























