খুলনায় বাস বন্ধের সঠিক কারণ জানেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য জানি না, কেন বাস বন্ধ করেছে। বাস শ্রমিক কিংবা মালিক, তাদের দাবি-দাওয়া ছিল। সেগুলো থেকে করেছে কি না আমাদের জানা নেই। আজ দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সমাবেশকে ঘিরে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ যাদের গ্রেপ্তার করে, এটা নিয়মিত প্রক্রিয়ায় করছে। যাদের নামে ওয়ারেন্ট আছে, যারা ভাঙচুর করে তাদের সব সময় গ্রেপ্তার করে থাকে। সমাবেশকে উদ্দেশ্য করে গ্রেপ্তার হয় না। কোনো আশঙ্কা আছে কি না মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানবেন। উনি এই দায়িত্বে রয়েছেন, উনি ভালো বলতে পারবেন। আমার জানা মতে, এমন কিছু ঘটেনি যাতে অস্থিতিশীল পরিস্থিতি হতে পারে। আমরা যতটুকু জানি, ওখানে একটা সমাবেশ হতে যাচ্ছে, পুলিশ তার নিয়মিত কার্যক্রম করে যাচ্ছে। যাতে করে সুন্দরভাবে তারা সমাবেশ করে যেতে পারে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















