চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ আগেই মূল (সুপার টুয়েলভ) পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে টাইগারদের পারফরম্যান্স ভালো যাচ্ছিল না। কিন্তু সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ১৫ বছর পর প্রথম জয় পেল বাংলাদেশ। ২০০৭ সালে প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল লাল-সবুজের দল। তবে এরপর শুধুই হারের হতাশা ছিল। অবশেষে এই জয়ের পর অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছে, এই জয় অনেক গুরুত্বপূর্ণ।
ম্যাচ শেষে সাকিব বলেন, ‘এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ জয় ছিল। যদিও আমরা ১০ রান পিছিয়ে ছিলাম, তবে পেসারদের বোলিং ছিল অসাধারণ। আমরা এখন সব সংস্করণেই পেস বোলিংয়ের গুরুত্ব বুঝতে পারছি।’
তিনি আরও বলেন, ‘আমরা নতুন প্রতিভাবান বোলার হিসেবে হাসানকে খুঁজে পেয়েছি। তাসকিনও কয়েক বছর ধরে উন্নতি করে যাচ্ছে। তবে আমাদের ফিল্ডিংয়ে আরও উন্নতি করা দরকার। বিশেষ করে তরুণরা। তারা যদি আরও ৫-১০ রান বাঁচাতে পারত, তা অনেক বড় অবদান হিসেবে বিবেচিত হতো। ’
আগামী ২৭ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ