১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

ইউপি নির্বাচনের পোস্টারে তাদের ছবি কেন?

ফেসবুকে ঘুরছে কিছু পোস্টার। এগুলোতে চেনা তারকাদের মুখ। তাদের প্রত্যেকেই কালীগঞ্জ উপজেলার ৮ নম্বর নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী। পোস্টারে অভিনেত্রী ফারহানা মিলির মার্কা আনারস, অভিনেতা ফজলুর রহমান বাবুর তাল গাছ, মীর সাব্বিরের মুরগী, আর জয়রাজকে মার্কা টেবিল ফ্যান। তাদের বাস্তবের নামের সঙ্গে পোস্টারে থাকা নামের মিল নেই।

এ পোস্টারগুলো পাওয়া গেছে নাট্যপরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুলের ফেসবুক অ্যাকাউন্টে। রহস্যভেদ করতে যোগাযোগ করে জানা যায়, এটি ‘কাগজের ফুল’ নাটকের একটি ঘটনাপ্রবাহের ফলাফল।

ঘটনা সম্পর্কে এ নাটকের পরিচালক নেয়ামুল বলেন, ‘মীর সাব্বির ও মিলির ঘটনা। নাটকে তাদের চরিত্র হচ্ছে হাসনাত ও জবা। তাদের মধ্যে প্রেম চলছিল। তারা একে অপরকে বিয়ে করতে চায়। তারা বিয়ের আগে সিদ্ধান্ত নিয়েছে, তারা ইলেকশনে দাঁড়িয়ে গ্রামের চেয়ারম্যানকে দেখিয়ে দেখিয়ে দেবে। এর পর যা হয়, চেয়ারম্যান ফজলুর রহমান বাবু অসুস্থ হয়ে যায়। তার মেয়ে ইলেকশনে দাঁড়ায়। এই নিয়ে তুমুল গণ্ডগোল বাঁধে।’

কাগজের ফুল নাটকটি প্রতি বুধবার ও বৃহস্পতিবার ৯টা ৪৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হয়।

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরায় তারেক রহমানের নির্বাচনি জনসভা আজ

ইউপি নির্বাচনের পোস্টারে তাদের ছবি কেন?

প্রকাশিত : ০৯:২০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮

ফেসবুকে ঘুরছে কিছু পোস্টার। এগুলোতে চেনা তারকাদের মুখ। তাদের প্রত্যেকেই কালীগঞ্জ উপজেলার ৮ নম্বর নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী। পোস্টারে অভিনেত্রী ফারহানা মিলির মার্কা আনারস, অভিনেতা ফজলুর রহমান বাবুর তাল গাছ, মীর সাব্বিরের মুরগী, আর জয়রাজকে মার্কা টেবিল ফ্যান। তাদের বাস্তবের নামের সঙ্গে পোস্টারে থাকা নামের মিল নেই।

এ পোস্টারগুলো পাওয়া গেছে নাট্যপরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুলের ফেসবুক অ্যাকাউন্টে। রহস্যভেদ করতে যোগাযোগ করে জানা যায়, এটি ‘কাগজের ফুল’ নাটকের একটি ঘটনাপ্রবাহের ফলাফল।

ঘটনা সম্পর্কে এ নাটকের পরিচালক নেয়ামুল বলেন, ‘মীর সাব্বির ও মিলির ঘটনা। নাটকে তাদের চরিত্র হচ্ছে হাসনাত ও জবা। তাদের মধ্যে প্রেম চলছিল। তারা একে অপরকে বিয়ে করতে চায়। তারা বিয়ের আগে সিদ্ধান্ত নিয়েছে, তারা ইলেকশনে দাঁড়িয়ে গ্রামের চেয়ারম্যানকে দেখিয়ে দেখিয়ে দেবে। এর পর যা হয়, চেয়ারম্যান ফজলুর রহমান বাবু অসুস্থ হয়ে যায়। তার মেয়ে ইলেকশনে দাঁড়ায়। এই নিয়ে তুমুল গণ্ডগোল বাঁধে।’

কাগজের ফুল নাটকটি প্রতি বুধবার ও বৃহস্পতিবার ৯টা ৪৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হয়।