৫৩ বছর বয়সী কানাডিয়ান তারকা কিয়ানু চার্লস রিভস। বহু গুণের অধিকারী এ তারকা একাধারে অভিনেতা, সংগীতশিল্পী, প্রযোজক ও পরিচালকও। আশির দশক থেকে বিনোদনজগতে তার বিচরণ। নব্বই দশক থেকে তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন বলিউডে।
দ্য সানের প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে যুক্তরাষ্ট্রের ব্রুকলিন স্টুডিওতে দেখা যায় কিয়ানু রিভসকে। বড় বড় চুল, গালভর্তি দাড়ি আর গোঁফে ছেয়ে গেছে তার পুরো মুখ। সুদর্শন এ তারকার এ হাল দেখে কারো চেনার উপায় ছিল না তিনিই কিয়ানু রিভস। তার ওপর তার মাথায় ছিল লাল রঙের ক্যাপ আর পরনে অগোছালো পোশাক-পরিচ্ছেদ। সব মিলিয়ে এমন বেশে তাকে সাধারণত দেখা যায় না। তাই সেদিনের এ অবস্থায় কিয়ানু রিভসকে অনেকের না চেনাটাই স্বাভাবিক।
ওই প্রতিবেদনে আরও জানানো হয়, সেদিন ব্রুকলিন স্টুডিওতে হলিউডের জনপ্রিয় সিরিজ ছবি ‘জন উইক: চ্যাপ্টার ৩’-এর শুটিং চলছিল। এ ছবিতে এবারও অভিনয় করছেন তিনি। ছবির অভিনয়ের খাতিরেই তাকে এভাবে চুল-দাড়ি বড় রাখতে হয়েছে। ছবিটি মূলত অ্যাকশন ও থ্রিলারধর্মী। আশা করা যাচ্ছে ‘জন উইক: চ্যাপ্টার ৩’ ২০১৯ সালের মে মাসে মুক্তি পাবে। এর আগে ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘জন উইক’ ও ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘জন উইক: চ্যাপ্টার ২’-এর প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক সুনাম অর্জন করেছেন কিয়ানু চার্লস রিভস।


























