কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ’র সহযোগিতায় চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের দক্ষিণ মুদাফৎ কালিকাপুর এলাকার আব্দুস সাত্তার দোকানদার’র বাড়ির আঙ্গিনায় কমিউনিটি ডায়ালগ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় অনুষ্ঠ্যেয় কমিউনিটি ডায়ালগ ও মতবিনিময় অনুষ্ঠানে করোনা ভাইরাস, করোনা ভেকসিন, নারীর ক্ষমতায়ন, শিশু ও নারীর প্রতি সহিংস ঘটনা প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, প্রতিবন্ধীদের অধিকার, নারীর ক্ষমতায়ন বিষয়ক অবহিত করন মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার মোঃ শাহ জাহান আলী, বিজনেস বাংলাদেশ পত্রিকার চিলমারী প্রতিনিধি আলমগীর হোসাইন, নটার কান্দি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুস সোবহান, শিক্ষক আব্দুল খালেক, আজাহার আলী দফাদার প্রমুখ। উঠান বৈঠকে এলাকার প্রায় দুই শতাধিক নারী পুরুষ ও ময়মুরুব্বি উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব