১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

না ফেরার দেশে পা হারানো রোজিনাও

না ফেরার দেশে চলে গেলেন রাজধানীর বনানীতে বিআরটিসি বাসের চাপায় পা হারানো গৃহকর্মী রোজিনা আক্তার রোজীও (২০)। রবিবার সকাল ৭টা ২০ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।

গত ২০ এপ্রিল রাতে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় উত্তরাগামী বিআরটিসির দোতলা বাসটির চাপায় পৃষ্ট হয় গৃহকর্মী রোজিনার ডান পা।

তৎক্ষণাৎ তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ২৫ এপ্রিল ঢামেকের বার্ন ইউনিটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে রোজিনাকে আইসিইউতে নেওয়া হয়।

তাকে চাপা দেওয়া বাস (ঢাকা মেট্রো ব ১১- ৫৭৩৩) ও এর চালকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

এর আগে, গত ১৬ এপ্রিল সকালে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুই বাসের রেষারেষিতে ডান হাত হারানো সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। ৩ এপ্রিল কারওয়ান বাজারে পান্থকুঞ্জ পার্কের সামনে বিআরটিসিরই আরেক বাসের সঙ্গে স্বজন পরিবহনের বাস টক্কর দিতে গেলে বাস দু’টির চিপায় পড়ে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায় রাজীবের। স্নাতক দ্বিতীয় বর্ষের এ ছাত্রকে তাৎক্ষণিক নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হলেও পরদিন ঢামেকে নিয়ে আসা হয়। সেখানে সরকারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

ট্যাগ :
জনপ্রিয়

না ফেরার দেশে পা হারানো রোজিনাও

প্রকাশিত : ১০:৩০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮

না ফেরার দেশে চলে গেলেন রাজধানীর বনানীতে বিআরটিসি বাসের চাপায় পা হারানো গৃহকর্মী রোজিনা আক্তার রোজীও (২০)। রবিবার সকাল ৭টা ২০ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।

গত ২০ এপ্রিল রাতে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় উত্তরাগামী বিআরটিসির দোতলা বাসটির চাপায় পৃষ্ট হয় গৃহকর্মী রোজিনার ডান পা।

তৎক্ষণাৎ তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ২৫ এপ্রিল ঢামেকের বার্ন ইউনিটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে রোজিনাকে আইসিইউতে নেওয়া হয়।

তাকে চাপা দেওয়া বাস (ঢাকা মেট্রো ব ১১- ৫৭৩৩) ও এর চালকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

এর আগে, গত ১৬ এপ্রিল সকালে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুই বাসের রেষারেষিতে ডান হাত হারানো সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। ৩ এপ্রিল কারওয়ান বাজারে পান্থকুঞ্জ পার্কের সামনে বিআরটিসিরই আরেক বাসের সঙ্গে স্বজন পরিবহনের বাস টক্কর দিতে গেলে বাস দু’টির চিপায় পড়ে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায় রাজীবের। স্নাতক দ্বিতীয় বর্ষের এ ছাত্রকে তাৎক্ষণিক নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হলেও পরদিন ঢামেকে নিয়ে আসা হয়। সেখানে সরকারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।