০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

আনোয়ারায় ফুটপাত দখলের নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট বিরুদ্ধে অভিযান

আনোয়ারা উপজেলায় বিভিন্ন রাস্তার পাশে অবৈধ ভাবে ইট, বালি, কংক্রিট রেখে দখলকৃত ফুটপাত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দখলমুক্ত করা হয়েছে। বুধবার (০২রা নভেম্বর) বিকেলে উপজেলার চাতুরী হতে বটতলী পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় বটতলী রোডের তেলের দোকান এবং বৈরাগে হাইওয়ের ওপর অবৈধভাবে ইট, বালি, কংক্রিট রেখে রাস্তা দখল করে রাখায় হাইওয়ে আইন, ১৯২৫ অনুযায়ী ৪টি মামলায় ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, সড়ক দখলমুক্ত রেখে জনগণের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি খাস জমি এবং ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

আনোয়ারায় ফুটপাত দখলের নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট বিরুদ্ধে অভিযান

প্রকাশিত : ১২:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২

আনোয়ারা উপজেলায় বিভিন্ন রাস্তার পাশে অবৈধ ভাবে ইট, বালি, কংক্রিট রেখে দখলকৃত ফুটপাত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দখলমুক্ত করা হয়েছে। বুধবার (০২রা নভেম্বর) বিকেলে উপজেলার চাতুরী হতে বটতলী পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় বটতলী রোডের তেলের দোকান এবং বৈরাগে হাইওয়ের ওপর অবৈধভাবে ইট, বালি, কংক্রিট রেখে রাস্তা দখল করে রাখায় হাইওয়ে আইন, ১৯২৫ অনুযায়ী ৪টি মামলায় ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, সড়ক দখলমুক্ত রেখে জনগণের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি খাস জমি এবং ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/ হাবিব