উরুগুয়ের হয়ে হয়তো এটিই শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে লুইজ সুয়ারেজ এবং এডিনসন কাভানির। উরুগুয়ের দল নির্বাচনে এ দুই অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দেয়ার প্রশ্নই আসে না। এছাড়াও ফরোয়ার্ডে আছেন বর্তমানের সেরা তরুণ খেলোয়াড়দের একজন ডারউইন নুনেজ। এ লিভারপুল তারকার ওপর এবারের কাতার বিশ্বকাপে নজর থাকবে সবার।
নিজেদের ১৪তম বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে লাতিন আমেরিকার দল উরুগুয়ে। সম্প্রতি ক্লাবের হয়ে যারা সেরা পারফর্ম করছেন তাদের নিয়েই দল সাজিয়েছেন কোচ দিয়েগো আলোনসো। অভিজ্ঞ ও তরুণের মিশেলে এবার গঠন করা হয়েছে দুবার বিশ্বকাপ জয়ী দলটি।
মিডফিল্ডে কোচ ভরসা রেখেছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ভালভার্দে, ডে লা ক্রুজ, বেন্টানকুরদের ওপর। আর ডিফেন্সে ইনজুরি থেকে ফিরেই দলে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার রোনাল্ড আরাউজো। এছাড়াও ডিফেন্ড সামলাতে রয়েছেন অভিজ্ঞ গোডিন, সেবাস্তিয়ান সোসা, মার্টিন ক্যাসেরেস।
তবে সবার মূল আকর্ষণ থাকবে সেই সুয়ারেজ ও কাভানির দিকেই। উরুগুয়ের ইতিহাসে সেরা দুই স্ট্রাইকারের ওপর ভরসা করেই কাতারে ভালো কিছুর আশায় রয়েছেন কোচ ও সমর্থকরা।
উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: ফার্নান্দো মুসলেরা, সার্জিও রোচেট ও সেবাস্তিয়ান সোসা।
ডিফেন্ডার: রোনাল্ড আরাউজো, মার্টিন ক্যাসেরেস, সেবাস্তিয়ান কোটস, হোসে গিমেনেজ, দিয়েগো গোডিন, ম্যাথিয়াস অলিভেরা, হোসে লুইস রোয়েস, হোসে লুইস রোজ ভারেলা ও মাতিয়াস ভিনা।
মিডফিল্ডার: জর্জিয়ান ডি অ্যারাসকায়েটা, রদ্রিগো বেন্টানকুর, নিকোলাস দে লা ক্রুজ, লুকাস তোরেরা, ম্যানুয়েল উগার্তে, ফেদেরিকো ভালভার্দে ও মাতিও ভেচিনো।
ফরোয়ার্ড: অগাস্টিন ক্যানোবিও, এডিনসন কাভানি, ম্যাক্সি গোমেজ, ডারউইন নুনেজ, ফ্যাকুন্ডো পেলিস্ট্রি, লুইস সুয়ারেজ ও ফ্যাকুন্ডো টোরেস।
বিজনেস বাংলাদেশ / হাবিব