এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, মাননীয় প্রধানমন্ত্রী এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্য ব্রাহ্মণবাড়িয়াা নবীনগর উপজেলার প্রান্তিক কৃষকদেরকে নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রণয় চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, সহকারী কমিশনার ভূমি মো.মোশারফ হোসাইন, নবীনগর থানার ওসি তদন্ত মো. সোহেল, অতিরিক্ত উপ-পরিচালক কৃষি অধিদপ্তর মুন্সী তোফাযয়েল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বলেন বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমাদের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, আপনারাই বাংলাদেশকে রচনা করেছেন, আপনাদের মাধ্যমে আজকের বাংলাদেশ, আমাদের কৃষির উপরে নিভরতা বেশি, আপনাদের মাধ্যমে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব