প্রতিবারের মতো এবারও মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল ‘বৈশাখী উৎসব’। আর এই বৈশাখী আয়োজনে অংশ নেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জান্নাতুল সুমাইয়া হিমি। সেখানে হিমি তাঁর পারফর্ম্যান্সে মুগ্ধ করেছেন স্থানীয় প্রবাসীদের।
জমকালো এ উৎসবে ছিল ফ্যাশন শো ও সাংস্কৃতিক সন্ধ্যা। এছাড়া উৎসবে নানারকম বাহারি সাজে ছিলেন আয়োজকরা। উৎসবে জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, ব্যান্ড ‘চিরকুট’, জান্নাতুল সুমাইয়া হিমি, শিপন মিত্র, সাঞ্জু জন, স্বপ্নীল সজীব এবং ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ’ এর কর্ণধার বিপ্লব সাহাসহ বাংলাদেশের এক ঝাঁক তারকা নাচে-গানে ফ্যাশন ও উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে উৎসব। পুরো অনুষ্ঠান জুড়েই ছিল বিপ্লব সাহার উপস্থাপনা।
২৯ তারিখে অনুষ্ঠান শেষ হলেও এখন মালয়েশিয়ার কুয়ালালামপুরে ঘুরে বেড়াচ্ছেন টিমের অনেকেই। এরমধ্যে হিমির উচ্ছ্বাসটাই যেন বেশি। কেননা প্রথমবারের মতো সাংস্কৃতিক দলের সাথে হিমির এই বিদেশ ভ্রমণ। এছাড়াও এই দলের সবচেয়ে কনিষ্ঠ সদস্যও তিনি। হিমির নাচ প্রশংসিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা বেশ মুগ্ধ।
হিমি উচ্ছ্বাস যে ধরে রাখতে পারছেন না যে তা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই বোঝা যাচ্ছে। মা’কে সাথে নিয়ে ঘুরছেন কুয়ালালামপুরের পথেঘাটে।
হিমু ফেসবুক লাইভে এসে বলেন, সাংস্কৃতিক মানুষ হিসেবে এটা আমার প্রথম বিদেশ ভ্রমণ। দারুণ একটা অনুষ্ঠান হয়েছে, এরপর আমরা ঘুরে বেড়াচ্ছি। বেশ আনন্দ হচ্ছে এখানে।
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার শীর্ষ ১০ প্রতিযোগীর মধ্যে জান্নাতুল সুমাইয়া হিমিকে বিজয়ী ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই আয়োজকরা জানান, তিনি হয়েছেন দ্বিতীয় রানারআপ। হয়তো তখন চ্যাম্পিয়ন হলে এটা হিমির প্রথম বিদেশ ভ্রমণ হতো না, অনেক আগেই বিদেশ ঘুরে আসতে পারতেন তিনি।


























