ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ৫শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ওই বিনামূল্যের বীজ ও সার বিতরণি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার উদ্দীন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, আওয়ামী লীগের নেতা হাজী মাহফুজ আলী প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরাম হোসেন।
২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভূট্টা, সরিষা, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বিনামূল্যে বীজ ও সার বিতরণ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























