থানচি বান্দরবান বৃহস্পতিবার ২৪ নভেম্বর বাড়ীর আঙ্গীনায় এক ইঞ্চি ও জমি খালী রাখা যাবে না প্রধান মন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের বান্দরবানে থানচি উপজেলা অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্হাপন ও পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিড়ে আনতে অস্বচ্ছল, হত দরিদ্র, সাধারন কৃষক চলতি মৌসুমে প্রান্তিক জনগোষ্ঠী ও কৃষকদের মাঝে ৫৯ জনকে ৮০ টি মুরগি, ১৯ টি হাঁস এবং চার জাতের শীতকালীন সবজি( বরবটি, শীম, ঢেঁড়স, বাটিশাক) ২৩.৫ কেজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। তাছাড়া ক্ষুদ্র খামার ও পরিবারেরর নতুন আয়ের উৎস তৈরির লক্ষ্যে ১৭ জন কৃষকদের তাঁদের চাহিদা অনুযায়ী ০৪ টি মুরগি, ০৮ টি হাঁস, ১৪ টি ছাগল এবং ০২ টি শূকর গৃহপালিত পশু বিতরণ করা হয়।
থানচি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতা ও তত্ত্বাবধানের স্বেচ্ছা সেবী সংগঠন কারিতাস বাংলাদেশ কারিতাস, সিপিপি পিএইপি-২ প্রকল্প আওতায় থানচি উপজেলা ৮ টি ক্ষুদ্র নৃগোষ্ঠিদের পাড়া পাড়ায় গিয়ে এ সব সামগ্রি কৃষকদের হাতে তুলে দিয়েছে। গত ১৭ হতে ২৪ নভেম্বর পর্যন্ত ৮ দিনে কৃষকদের বাড়ীতে গিয়ে পৌছে দিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা বিশ্বজিদ দাশ গুপ্ত, কারিতাস, সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা হাঁদিচন্দ্র ত্রিপুরাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাড়ী বাড়ী গিয়ে ৮ দিন বিতরন শেষে সাংবাদিকদের কৃষি সম্প্রসারন অধিদপাতরে উদ্ভিদ সংরক্ষন উপসহকারী কর্মকর্তা বিশ্বজিত দাশগুপ্ত বলেন,” কারিতাস একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং নিরলসভাবে গরীব,দুঃখী মানুষের জন্যে কাজ করে যাচ্ছে এবং সহায়তা প্রদান করছে।” কৃষকদের তিনি সনাতন/ গতানুগতিক উপায়ে পালন না করে আধুনিক পদ্ধতিতে পশুপাখি পালনের পরামর্শ রাখেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব