০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বাবার ছাড়া ভালো নেই অথৈ

আকবর ছাড়া তার আদরের মেয়ে অথৈ পার করেছে ১৭ দিন। বাবার ছাড়া ভালো নেই সে। যা ফুটে উঠেছে তার এক ফেসবুকবার্তায়। আকবরের ফেসবুক থেকে অথৈ লিখেছেন, ‘আব্বুগো তোমাকে আমি অনেক বেশি মিস করছি। খুব মনে পড়ছে তোমার কথা। তুমি সারাজীবন বলেছ এতিম বাচ্চাদের দেখলে তুমি কষ্ট পাও। আর এখন তুমি তোমার কলিজার টুকরাকেই এতিম করে চলে গেলে। কি করে থাকি বলতো তোমাকে ছাড়া?’

চলতি মাসের ১৩ তারিখ না ফেরার দেশে পাড়ি জমান ‘ইত্যাদি’র মঞ্চ থেকে উঠে আসা গায়ক আকবর। চিকিৎসাধীন থাকা এই গায়ক রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার শেষ ঠিকানা হয় মায়ের পাশে যশোর কারবালা কবরস্থান।

অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন গায়ক আকবর। কিডনির জটিলতায় তার শরীরে পানি জমেছিল। এ কারণে আকবরের ডান পা নষ্ট হয়ে যায়। ফলে মৃত্যুর কিছুদিন আগে তার পা কেটে ফেলতে হয়েছে। সেসময়ই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান তার স্ত্রী।

এদিকে রিকশা চালিয়ে হিসেবেই জীবিকা নির্বাহ করতেন আকবর। ২০০৩ সালে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে আলোচনায় আসেন তিনি। পরে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি জনপ্রিয়তা এনে দেয় এই শিল্পীকে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

বাবার ছাড়া ভালো নেই অথৈ

প্রকাশিত : ০১:৪৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২

আকবর ছাড়া তার আদরের মেয়ে অথৈ পার করেছে ১৭ দিন। বাবার ছাড়া ভালো নেই সে। যা ফুটে উঠেছে তার এক ফেসবুকবার্তায়। আকবরের ফেসবুক থেকে অথৈ লিখেছেন, ‘আব্বুগো তোমাকে আমি অনেক বেশি মিস করছি। খুব মনে পড়ছে তোমার কথা। তুমি সারাজীবন বলেছ এতিম বাচ্চাদের দেখলে তুমি কষ্ট পাও। আর এখন তুমি তোমার কলিজার টুকরাকেই এতিম করে চলে গেলে। কি করে থাকি বলতো তোমাকে ছাড়া?’

চলতি মাসের ১৩ তারিখ না ফেরার দেশে পাড়ি জমান ‘ইত্যাদি’র মঞ্চ থেকে উঠে আসা গায়ক আকবর। চিকিৎসাধীন থাকা এই গায়ক রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার শেষ ঠিকানা হয় মায়ের পাশে যশোর কারবালা কবরস্থান।

অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন গায়ক আকবর। কিডনির জটিলতায় তার শরীরে পানি জমেছিল। এ কারণে আকবরের ডান পা নষ্ট হয়ে যায়। ফলে মৃত্যুর কিছুদিন আগে তার পা কেটে ফেলতে হয়েছে। সেসময়ই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান তার স্ত্রী।

এদিকে রিকশা চালিয়ে হিসেবেই জীবিকা নির্বাহ করতেন আকবর। ২০০৩ সালে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে আলোচনায় আসেন তিনি। পরে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি জনপ্রিয়তা এনে দেয় এই শিল্পীকে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব