পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, তারেক রহমানকে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাজ্য সরকারকে একাধিক চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওআইসি’র ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, তারেককে ফেরাতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলছে। আলোচনা অব্যাহত আছে। যুক্তরাজ্য সরকারের জবাবের ভিত্তিতে আমরা পরবর্তী কর্মপন্থা ঠিক করবো।
উল্লেখ্য, ঢাকায় অনুষ্ঠিতব্য ওআইসি (অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য প্রস্তুত বাংলাদেশ। আগামী ৫-৬ মে ৫৭ সদস্য-রাষ্ট্র বিশিষ্ট সংগঠনটির এ বৈঠক অনুষ্ঠিত হবে ঢাকায়। মন্ত্রী পর্যায়ের এ বৈঠকে ২৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রী, একটি দেশের বিচারমন্ত্রী, ১০টি দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ৭টি দেশের পররাষ্ট্র সচিব অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।























