পটুয়াখালীতে গলাচিপা উপজেলায় রাতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন মোহনা টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি ও গলাচিপা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহাগ রহমান। এ সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটার গনমাধ্যম কর্মীরা সকল সকল সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।
মামলা সূত্রে জানা যায়, রবিবার রাতে পৌর শহরের পোষ্ট অফিস সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে সোহাগের বাম চোখ এবং বাম চোয়ালে রক্তাক্ত জখম হয়। এসময় তার ক্যামেরা ও ল্যাপটব ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এঘটনার সোহাগ বাদী হয়ে ৫ জনের নামে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই হামলাকারী মারুফ (৩৭) ও আকিদ(২৮) কে গ্রেফতার করেছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গাইন বলেন, আহত সাংবাদিক গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরন করা হয়েছে এবং বাকী আসামীদেরও গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















