ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২৪১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সকাল থেকেই মূল্য সূচকের পতনে লেনদেন চলছে।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে বলে জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
ডিএসইয়ের প্রধান বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭১৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩২৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ১১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৬২২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

























