০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

ভেড়ামারায় বিপুল পরিমানের নকল বিড়ি আটক

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বিপুল পরিমাণের নকল ব‍্যান্ডল যুক্ত নকল আনোয়ার বিড়ি ও লিটন বিড়ি। ডিবি পুলিশ আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল শুক্রবার ভোর ৫ টার সময় উপজেলা মোকারিমপুর ইউনিয়নের বাঁকা পোল নামক স্থান থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে নকল ব্যান্ডেল যুক্ত নকল ৭২ হাজার শলাকা আনোয়ার বিড়ি যার মালিক ফাকিরুল ইসলাম।

অপর দিকে শুক্রবার সকাল আটটার সময় চাঁদ গ্রাম গোরস্থান সুপার মার্কেটের সামনে থেকে নকল ব্যান্ডেল যুক্ত নকল ৮৬ লক্ষ শলাকা লিটন বিডি কুষ্টিয়া ডিবি পুলিশ আটক করেছে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে মামলা নম্বর ৭ ও ৮ এলাকা বাসি জানান, আনোয়ার বিড়ি যার মালিক ফাকিরুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভেড়ামারা কাস্টমস অফিস কে ম্যানেজ করে নকল ব‍্যান্ডল লাগিয়ে নকল আনোয়ার বিড়ি বাজারজাত করে আসছেন। এতে করে সরকার প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভেড়ামারায় বিপুল পরিমানের নকল বিড়ি আটক

প্রকাশিত : ০১:২৬:১০ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বিপুল পরিমাণের নকল ব‍্যান্ডল যুক্ত নকল আনোয়ার বিড়ি ও লিটন বিড়ি। ডিবি পুলিশ আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল শুক্রবার ভোর ৫ টার সময় উপজেলা মোকারিমপুর ইউনিয়নের বাঁকা পোল নামক স্থান থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে নকল ব্যান্ডেল যুক্ত নকল ৭২ হাজার শলাকা আনোয়ার বিড়ি যার মালিক ফাকিরুল ইসলাম।

অপর দিকে শুক্রবার সকাল আটটার সময় চাঁদ গ্রাম গোরস্থান সুপার মার্কেটের সামনে থেকে নকল ব্যান্ডেল যুক্ত নকল ৮৬ লক্ষ শলাকা লিটন বিডি কুষ্টিয়া ডিবি পুলিশ আটক করেছে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে মামলা নম্বর ৭ ও ৮ এলাকা বাসি জানান, আনোয়ার বিড়ি যার মালিক ফাকিরুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভেড়ামারা কাস্টমস অফিস কে ম্যানেজ করে নকল ব‍্যান্ডল লাগিয়ে নকল আনোয়ার বিড়ি বাজারজাত করে আসছেন। এতে করে সরকার প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব