দীর্ঘদিন পর ‘ইত্যাদি’ খ্যাত কণ্ঠশিল্পী আকবর আগামী ঈদে প্রকাশের জন্য নতুন দুটি গান রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন। গান দুটি হচ্ছে ‘মাটির পরী’ ও ‘কানামাছি’। গান দুটো লিখেছেন ও সুর করেছেন মাহফুজ ইমরান এবং সঙ্গীতায়োজন করেছেন নাজমুল হক। একটি অডিও-ভিডিও প্রযোজনা সংস্থার ব্যানারে গানগুলো আগামী ঈদে প্রকাশ হবে বলে জানালেন আকবর।
আকবর বলেন, দীর্ঘদিন পর মনের মতো দুটো গান গাইলাম। দুটো গান গেয়ে আমার আত্মায় শান্তি পেয়েছি। গানের কথা যেমন সুরও অসাধারণ। আমি সত্যিই খুব আশাবাদী এই দুটো নতুন গান নিয়ে।
২০০৩ সালে ইত্যাদিতে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’ গানটি গেয়ে সবার দৃষ্টি কাড়তে সক্ষম হন। এর পরপরই তিনি প্রথম মৌলিক গান করেন ‘তোমার হাত পাখার বাতাসে’। এই গানের মিউজিক ভিডিওতে তার সঙ্গে মডেল হয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা।
মাঝে অনেকেই আকবরের কোন খোঁজ খবর পাননি। তারণ তিনি খুবই অসুস্থ ছিলেন। বাঁচার সম্ভাবনাও ছিলো না তার। কিন্তু আল্লাহর অশেষ রহমতে এবং সবার দোয়ায় আবার তিনি সুস্থ হয়ে কাজে ফিরেছেন।
আকবর প্রথম প্লে-ব্যাক করেন শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘কঠিন পুরুষ’ চলচ্চিত্রে। তার গাওয়া তোমার হাত পাখার বাতাসে গানটি মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বাবার জন্য যুদ্ধ’ চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছিলো। গানটি লিখেছেন রফিক-উজ-জামান এবং সুর করেছেন রাজেশ। আকবর জানান আগামী ঈদের জন্য আরো কয়েকটি প্রযোজনা সংস্থার সাথে প্রাথমিক আলাপ চলছে। অ্যালবাম প্রকাশেরও ইচ্ছে আছে তার। তবে আকবর নিয়মিত চলচ্চিত্রে গান গাইতে চান বলে আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি নির্দ্বিধায় স্বীকার করেন তার জীবনে হানিফ সংকেতের অবদানের কথা। বাগের হাটের ফুয়াদ হোসেন ফুয়াদ হানিফ সংকেতকে সেই সময় চিঠি না লিখলে আকবরের প্রতিভার কথা অজানাই থেকে যেতো সবার।


























