চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্কেভেটারের মাধ্যমে টিলা কেটে মাটি বিক্রি ও শুধুমাত্র নির্মাণাধীন নিজ বসতঘরে যাতায়াতের রাস্তা তৈরির অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য মোজাফফর আহমদের বিরুদ্ধে। ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পহরচাঁন্দা পশ্চিম পাড়া এলাকায় এ টিলা কাটা হয়েছে। স্থানীয়রা মাটি বিক্রির বিষয়টি সাংবাদিকদের জানালেও তা অস্বীকার করেছেন সাবেক ইউপি সদস্য মোজাফফর আহমদ।
বুধবার সকালে সরজমিন পরিদর্শনকালে স্থানীয়রা জানান, সাবেক ইউপি সদস্য মোজাফফর আহমদ শুধুমাত্র তাঁর নির্মাণাধীন বসতঘরে যাওয়া-আসা করার জন্য টিলা কেটে রাস্তা তৈরি করেছেন। টিলা কেটে মাটি বিক্রি করেছেন পার্শ্ববর্তী পহরচাঁন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট করার জন্য। শতাধিকের চেয়েও বেশি গাড়ি মাটি স্কুল মাঠে ফেলা হয়েছে বলেও জানান স্থানীয়রা।এছাড়া টিলা কাটার স্থানের আগে স্থানীয়দের চলাচলের রাস্তার ইট তুলে ফেলে লোভ দেখানো মাটি দিয়েছেন। সড়ক থেকে ইট তুলে ফেলে নতুন করে মাটি দেয়ায় স্থানীয়দের চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে।
টিলা কাটার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মোজাফফর আহমদ জানান, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে টিলা কাটা হয়েছে। টিলার মাটি রাস্তা সংস্কার ও পহরচাঁন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট কাজে ব্যবহৃত হয়েছে। যেহেতু তিনি উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাই মাঠ ভরাটের জন্য মাটিগুলো কোন বিনিময় ছাড়া দিয়েছেন। তবে, টিলা কাটার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনধরনের অনুমতি নেননি বলে জানান তিনি।
মাঠ ভরাটের বিষয়ে পহরচাঁন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মুহাম্মদ মহিউদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদের জানান, টিলা কেটে মাটি বিক্রি অপরাধ।
পহরচাঁন্দা পশ্চিম পাড়া এলাকায় যে টিলা কাটা হয়েছে সেই ব্যাপারে আমি অবগত নয়। সাংবাদিকদের মাধ্যমে খবরটি পেলাম। তবে, মাটি কাটা চলাকালীন সময় খবর পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া যেতো। এখন কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























