শৈশব না পেরোতেই বারবার গণমাধ্যমের দৃষ্টি কাড়ছে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও অভিনেতা সাইফ আলি খানের ছেলে তৈমুর আলি খান। ইতোপূর্বে নাম ও পারিবারিক বিভিন্ন ছবির কারণে খবরের বিষয় হয় তৈমুর। এবার তার দেশ ছেড়ে বিদেশে যাওয়ার খবর এসেছে বলিউডপাড়ায়। সবকিছু ঠিকঠাক থাকলে পয়লা জুন মা-বাবার সঙ্গে লন্ডনে যাবে পাতৌদি পরিবারের এই উত্তরসূরী।
লন্ডনে গেলে দ্বিতীয়বারের মতো বিদেশ-দর্শন হবে তৈমুরের। এর আগে গত বছরের এপ্রিলে বাবা-মায়ের সঙ্গে সুইজারল্যান্ডে গিয়েছিল সে।
টাইমস নাউয়ের প্রতিবেদনে জানানো হয়, স্ত্রী ও ছেলেকে একান্তভাবে সময় দেওয়ার জন্যই এ বছরের গ্রীষ্মের ছুটি লন্ডনে কাটাবেন সাইফ আলি খান। এরই মধ্যে নিজেদের পেশাগত কাজ গুছিয়ে নিয়ে জুনের প্রথম সপ্তাহেই মুম্বাই থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবে তারা তিনজন।
১ জুন মুক্তি পেতে যাচ্ছে কারিনা অভিনীত ছবি ‘ভিরে দি ওয়েডিং’। আপাতত ছবিটির প্রচার নিয়েই ব্যস্ত এই অভিনেত্রী।
লন্ডন সফর নিয়ে সাইফ সাংবাদিকদের বলেন, ‘আসলে তৈমুর এখন অনেক ছোট। ব্যস্ততার ফাঁকে যতটুকু সময় পাই, তা-ই আমরা ছেলেকে দেওয়ার চেষ্টা করি। আশা করছি জুনের আগেই আমাদের কাজগুলো গুছিয়ে নিতে পারব। এরপর তৈমুরকে নিয়ে ঘুরে বেড়াব লন্ডনে।’


























