রাশিয়া বিশ্বকাপের আগে আর্জেন্টিনাক দলকে ‘মেসি নির্ভর’ বলে ইদানিং অনেক সমালোচনাই চলছে। বাছাইপর্ব থেকে শুরু করে প্রীতি ম্যাচগুলোতে মেসি বিহীন আর্জেন্টিনার করুণ অবস্থা এসব সমালোচনাকে কিছুটা প্রমাণও করে। এর মাঝেই শোনা গেল, হাঁটুতে অস্ত্রোপচারের পর ভালোভাবেই সেরে উঠছেন সোর্হিও আগুয়েরো। আসন্ন বিশ্বকাপের আগেই তাকে দলে পাওয়া যাবে বলেও শোনা যাচ্ছে।
তবে এই সুখবরটি আর্জেন্টিনা দলের পক্ষ থেকে আসেনি। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা মিডিয়ার কাছে এই খবরটি বলেছেন। ডান হাঁটুতে অস্ত্রোপচারের কারণে সিটির হয়ে চলতি মৌসুমের শেষের দিকের ম্যাচগুলো খেলতে পারছেন না এই আর্জেন্টাইন স্ট্রাইকার। চোটে পড়ার আগে দারুণ ছন্দে থাকা আগুয়েরো চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেছিলেন ৩০ গোল।
২৯ বছর বয়সী আগুয়েরোকে আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি রাশিয়া বিশ্বকাপের পরিকল্পনায় রাখবেন বলে ধারণা করা হচ্ছে।সংবাদ সম্মেলনে আগুয়েরোর চোট প্রসঙ্গে গার্দিওলা বলেন, ‘সে বিশ্বকাপে ঠিক সময়েই যোগ দেবে। ওর পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে আমরা ভীষণ সন্তুষ্ট। দারুণভাবে হচ্ছে সের্হিওর পুনর্বাসন। সে কতটা দুর্দান্ত তা আপনাকে বোঝাতে তার অনেক কথা বলার প্রয়োজন হয় না। সে এমন একজন খেলোয়াড় যে কখনও আপনাকে হতাশ করবে না, কখনও আপনাকে ছেড়ে যাবে না। এই মৌসুমে আমাদের সাফল্যের অন্যতম কারিগর সে। ব্যথা নিয়ে হোক ও চোট নিয়ে হোক সে সব সময় আমাদের জন্য থাকে।’

























