০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

যুবরাজ সিং’র অবসর চাইছেন ভক্তরা

একাদশ আইপিএল নিলামে ২ কোটি টাকা দিয়ে যুবরাজ সিংকে কিনেছিল প্রীতির পাঞ্জাব৷ কিন্তু দলের আস্থা অর্জনে ব্যর্থ যুবরাজ৷ এখনও পর্যন্ত পাঁচ ইনিংসে যুবরাজের সংগ্রহে মাত্র ৬৪ রান৷ সর্বোচ্চ ২০৷ গড় ১২.৮০৷

গত ১০ বছরের আইপিএলে এটাই সবচেয়ে খারাপ পারফরম্যান্স যুবরাজের৷ উপলে সানরাইজার্সের বিরুদ্ধে দলের বাইরে থাকলেও শুক্রবার ইন্দোরে মুম্বাইয়েরর বিরুদ্ধে ফের দলে ফেরেন যুবরাজ৷ কিন্তু এদিন ব্যাট হাতে চুড়ান্ত ব্যর্থ৷ ১৪ বলে মাত্র ১৪ রান করে রান আউট হয়ে ফেরেন যুবি৷

আইপিএল যুবির সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখার পর ভক্তদের আবদার, এবার অবসর নিয়ে নিক যুবরাজ৷ অথচ একাদশ আইপিএলে মাঠে বল গড়ানোর আগে যুবরাজের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ার ভাবনা ছিল কিংস ইলেভেনের৷

প্রীতির দলে মেন্টর বীরেন্দ্র সেহওয়াগ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে নেতার দৌড়ে ছিলেন যুবরাজ৷ তবে শেষ পর্যন্ত যুবির হাতে নেতৃত্ব তুলে দেওয়ার সাহস দেখায়নি পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি৷ অশ্বিনের নেতৃত্ব খেলতে নামে প্রীতির দল৷ তামিল অফ-স্পিনারের নেতৃত্বে ৮ ম্যাচে পাঁচটিতে জয় পেয়েছে কিংস ইলেভেন৷

ট্যাগ :
জনপ্রিয়

যুবরাজ সিং’র অবসর চাইছেন ভক্তরা

প্রকাশিত : ০৯:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮

একাদশ আইপিএল নিলামে ২ কোটি টাকা দিয়ে যুবরাজ সিংকে কিনেছিল প্রীতির পাঞ্জাব৷ কিন্তু দলের আস্থা অর্জনে ব্যর্থ যুবরাজ৷ এখনও পর্যন্ত পাঁচ ইনিংসে যুবরাজের সংগ্রহে মাত্র ৬৪ রান৷ সর্বোচ্চ ২০৷ গড় ১২.৮০৷

গত ১০ বছরের আইপিএলে এটাই সবচেয়ে খারাপ পারফরম্যান্স যুবরাজের৷ উপলে সানরাইজার্সের বিরুদ্ধে দলের বাইরে থাকলেও শুক্রবার ইন্দোরে মুম্বাইয়েরর বিরুদ্ধে ফের দলে ফেরেন যুবরাজ৷ কিন্তু এদিন ব্যাট হাতে চুড়ান্ত ব্যর্থ৷ ১৪ বলে মাত্র ১৪ রান করে রান আউট হয়ে ফেরেন যুবি৷

আইপিএল যুবির সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখার পর ভক্তদের আবদার, এবার অবসর নিয়ে নিক যুবরাজ৷ অথচ একাদশ আইপিএলে মাঠে বল গড়ানোর আগে যুবরাজের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ার ভাবনা ছিল কিংস ইলেভেনের৷

প্রীতির দলে মেন্টর বীরেন্দ্র সেহওয়াগ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে নেতার দৌড়ে ছিলেন যুবরাজ৷ তবে শেষ পর্যন্ত যুবির হাতে নেতৃত্ব তুলে দেওয়ার সাহস দেখায়নি পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি৷ অশ্বিনের নেতৃত্ব খেলতে নামে প্রীতির দল৷ তামিল অফ-স্পিনারের নেতৃত্বে ৮ ম্যাচে পাঁচটিতে জয় পেয়েছে কিংস ইলেভেন৷