বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটকে নিয়ে প্রেমের গুঞ্জন আগ থেকেই। সেই গুঞ্জন যেন এবার আরও বেশি পোক্ত হয়ে উঠল, যখন রাতের বেলায় আলিয়া ভাট ও রণবীর কাপুরকে একসঙ্গে রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায়।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়, তাদের দুজনকে এভাবে একসঙ্গে বের হতে দেখে অনেকেই ভাবছেন, তারা বুঝি ডেটে গিয়েছেন।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ৩ মে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় নৈশভোজ শেষে আলিয়া ও রণবীর একসঙ্গে বের হন। সেদিন আলিয়ার পরনে ছিল ফুলের নকশা করা একটি লম্বা জামা। আর রণবীর পরেছিলেন কালো ও নীল চেকের ক্যাজুয়াল পোশাক। অবশ্য সেদিন রেস্তোরাঁয় আলিয়া ও রণবীরের সঙ্গে ছিলেন করণ জোহর ও ভারতীয় নির্মাতা অয়ন মুখার্জি।
পরিচালক অয়ন নির্মাণ করছেন বলিউড ছবি ‘ব্রহ্মাস্ত্র’। ছবিটিতে অভিনয় করছেন আলিয়া, রণবীর, অমিতাভ বচ্চনসহ আরও অনেকেই। তাই এদিকে অনেকেই ধারণা করছেন এই নৈশভোজটি ছিল তাদের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিবিষয়ক একটি বৈঠক।
এরই মধ্যে ১১ মে মুক্তি পেতে যাচ্ছে আলিয়া ভাট অভিনীত ছবি ‘রাজি’।


























