১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬

মেট্রোরেলে দ্বিতীয় দিনে দীর্ঘলাইন, মেশিন অকার্যকর

মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের টিকিট বিক্রির দ্বিতীয় দিনে উত্তরা উত্তর স্টেশনে সকাল থেকেই দীর্ঘলাইন তৈরি হয়েছে। স্টেশনটির ভিতরে স্থাপিত ৬টি টিকিট বিক্রয় মেশিনের ৫ অকার্যকর থাকায় কাউন্টারে চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা। শুক্রবার, ৩০ ডিসেম্বর সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, এ স্টেশনে গেট এ ও বি’র ৪টির দুটি খোলা রাখা হয়েছে। সীমিত সংখ্যক যাত্রী প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

দায়িত্বরত আনসার সদস্যরা জানিয়েছেন ভিতরে যাতে যাত্রীর চাপ কম পড়ে সেজন্য এটা করা হয়েছে। টিকিট বিক্রয় মেশিনের পাশে দায়িত্বরতরা জানিয়েছেন, মোট ছয়টি টিকিট বিক্রয় মেশিনের মধ্যে একটি চলছে, আরেকটি মাঝেমধ্যে সক্রিয় হচ্ছে।

তারা জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি ও যাত্রীদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ভিতরের অর্ধেক এন্ট্রি পয়েন্ট ব্লক করে রাখা হয়েছে।
আর যাত্রীরা জানিয়েছেন, তারা দূর-দূরান্ত থেকে মেট্রোরেল দেখতে এসে টিকিট কেনার লাইনে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা পর্যন্ত দাঁড়িয়ে আছেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

খন্দকার মোশাররফ হোসেন ও খন্দকার মারুফ হোসেনসহ ২০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মেট্রোরেলে দ্বিতীয় দিনে দীর্ঘলাইন, মেশিন অকার্যকর

প্রকাশিত : ১১:২২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২

মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের টিকিট বিক্রির দ্বিতীয় দিনে উত্তরা উত্তর স্টেশনে সকাল থেকেই দীর্ঘলাইন তৈরি হয়েছে। স্টেশনটির ভিতরে স্থাপিত ৬টি টিকিট বিক্রয় মেশিনের ৫ অকার্যকর থাকায় কাউন্টারে চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা। শুক্রবার, ৩০ ডিসেম্বর সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, এ স্টেশনে গেট এ ও বি’র ৪টির দুটি খোলা রাখা হয়েছে। সীমিত সংখ্যক যাত্রী প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

দায়িত্বরত আনসার সদস্যরা জানিয়েছেন ভিতরে যাতে যাত্রীর চাপ কম পড়ে সেজন্য এটা করা হয়েছে। টিকিট বিক্রয় মেশিনের পাশে দায়িত্বরতরা জানিয়েছেন, মোট ছয়টি টিকিট বিক্রয় মেশিনের মধ্যে একটি চলছে, আরেকটি মাঝেমধ্যে সক্রিয় হচ্ছে।

তারা জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি ও যাত্রীদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ভিতরের অর্ধেক এন্ট্রি পয়েন্ট ব্লক করে রাখা হয়েছে।
আর যাত্রীরা জানিয়েছেন, তারা দূর-দূরান্ত থেকে মেট্রোরেল দেখতে এসে টিকিট কেনার লাইনে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা পর্যন্ত দাঁড়িয়ে আছেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব