দিগন্ত জোড়া বিস্তৃত ফসলের মাঠ। যেন স্বপ্নের রঙে অপরুপ সাজে সেজেছে প্রকৃতি যেন অপুর্ব হলুদের সমারোহ। চলতি মৌসুমে সদরপুর উপজেলায় সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। তাঁরা জানান, এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় সরিষার উৎপাদন ভালো হবে বলে আশা করছেন তাঁরা। উপজেলার কৃষকরা জানান, স্বল্প পুজিতে তিন মাস মেয়াদি সরিষা আবাদে অধিক লাভ হওয়ায় সরিষা আবাদে ঝুকেছে। সময় মত সার ও বীজ বপন করা ও সঠিক পরিচর্যার কারনে এবং আবাহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হওয়ার আশা করছেন স্থানীয় কৃষকরা। এ ব্যাপারে মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, সরিষা আবাদে একর প্রতি সব মিলিয়ে প্রায় ৩০ হাজার টাকা খরজ হলেও উৎপাদিত সরিষার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। এ ব্যাপারে সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায় জানান,চলতি মৌসুমে সদরপুর উপজেলায় মোট ১৭৭৮ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হলেও আবাদ করা হয়েছে মোট ১৭৫০ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকুলে থাকার কারনে উৎপাদন বেশি হবে বলে আশা প্রকাশ করেন এই কৃষি কর্মকর্তা।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























