বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ৭৮ লাখ ৫২ হাজার ৪৯৮টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৯ কোটি ১৭ লাখ টাকা। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের।
এই কোম্পানির ২ কোটি ১১ লাখ ৮৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৮ কোটি ৩১ লাখ টাকা। ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির মোট ২৩ লাখ শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৪ কোটি ৭০ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১২ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১ কোটি ১৮ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, অ্যাপেক্স ফুডস, বাটা সু, বিএটিবিসি, গ্রামীণফোন, গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল, রেনেটা, স্কয়ার ফার্মা, গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড, কুইন সাউথ টেক্সটাইল, স্টাইল ক্রাফট ও উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড।

























