পতনে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন। সোমবার (৭ মে) উভয় বাজারের প্রধান প্রধান সূচক কমেছে। আজকের দিন নিয়ে শেয়ারবাজার টানা চার দিন পতনে রয়েছে দেশের শেয়ারবাজার।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬৮৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ ও ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রম ১৩১৭ ও ২১১৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৪৯০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩১ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩১ কোটি টাকার। আজ ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪৮টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির দর।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭৫৬০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ৭ ও সিএসসিএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩২০ ও ১০৬১৬ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ২৫ ও সিএসআই ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫৮৯১ ও ১১৮৩ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০২টির,কমেছে ১০৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর। সিএসইতে আজ ২১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আর আগের দিন লেনদেন হয়েছিল ২২ কোটি ৫৪ লাখ টাকার।

























