০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

কলমাকান্দায় নৌকা ডুবে এক ব্যক্তি নিখোঁজ

নেত্রকোনা জেলার কলমাকান্দায় উব্দাখালী নদীতে কয়লা বোঝাই করা একটি স্টিলবডি নৌকা ডুবে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ব্যক্তির পরিচয় জানা যায়, তিনি তাহেরপুর উপজেলার বালিয়াঘাট গ্রামের মিয়া হোসেনের পুত্র মোঃ দিলোয়ার হোসেন(২৫)।

গতকাল মধ্যরাতে উব্দাখালী নদীর কয়লা ঘাটে কয়লা বুঝায় করা একটি স্টিলবডি নৌকা তাহেরপুর থেকে ছেড়ে আসা কলমাকান্দায় ছয় জন লোকসহ নদীতে ডুবে যায়, নৌকায় থাকা ছয়জনের মধ্যে পাঁচজনকে উদ্ধার করেছে কলমাকান্দার উদ্ধারকর্মী, আর এক জন দিলোয়ার হোসেন নামে খবর লেখা আগ পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোন সন্ধান পাওয়া যাইনি। পুলিশ ও ঊদ্ধারকর্মী জানায়, নিখোঁজ হওয়া ব্যক্তির সন্ধানে অব্যহত আছি।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :

নওগাঁয় হাসপাতালের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে হাসপাতাল ঘেরাও, তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা

কলমাকান্দায় নৌকা ডুবে এক ব্যক্তি নিখোঁজ

প্রকাশিত : ১২:২১:১০ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩

নেত্রকোনা জেলার কলমাকান্দায় উব্দাখালী নদীতে কয়লা বোঝাই করা একটি স্টিলবডি নৌকা ডুবে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ব্যক্তির পরিচয় জানা যায়, তিনি তাহেরপুর উপজেলার বালিয়াঘাট গ্রামের মিয়া হোসেনের পুত্র মোঃ দিলোয়ার হোসেন(২৫)।

গতকাল মধ্যরাতে উব্দাখালী নদীর কয়লা ঘাটে কয়লা বুঝায় করা একটি স্টিলবডি নৌকা তাহেরপুর থেকে ছেড়ে আসা কলমাকান্দায় ছয় জন লোকসহ নদীতে ডুবে যায়, নৌকায় থাকা ছয়জনের মধ্যে পাঁচজনকে উদ্ধার করেছে কলমাকান্দার উদ্ধারকর্মী, আর এক জন দিলোয়ার হোসেন নামে খবর লেখা আগ পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোন সন্ধান পাওয়া যাইনি। পুলিশ ও ঊদ্ধারকর্মী জানায়, নিখোঁজ হওয়া ব্যক্তির সন্ধানে অব্যহত আছি।

বিজনেস বাংলাদেশ/ হাবিব