১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

সরাইলে নিখোঁজের পর জমিতে মিললো কৃষকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ৯ ঘন্টা নিখোঁজের পরে কাঁদামাখা শরীরে আব্দুল হামিদ (৫৭) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে সরাইল থানার পুলিশ। বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হামিদ মিয়া উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া দক্ষিণ এলাকার মৃত কালা মিয়া ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, আব্দুল হামিদ পেশায় একজন কৃষক প্রতিদিনই রাতে বাসা থেকে বের হয়ে যান। আবার বের হওয়ার কিছুক্ষণ পর রাতেই ফিরে আসেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে গ্রামের মাঠে তার মরদেহ পাওয়া যায়। তিনি আরও বলেন,তার শরীর কাদামাখা ছিল। শরীরের বাইরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে বিষয়টি রহস্যজনক। মরদেহ ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

সরাইলে নিখোঁজের পর জমিতে মিললো কৃষকের মরদেহ

প্রকাশিত : ০২:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ৯ ঘন্টা নিখোঁজের পরে কাঁদামাখা শরীরে আব্দুল হামিদ (৫৭) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে সরাইল থানার পুলিশ। বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হামিদ মিয়া উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া দক্ষিণ এলাকার মৃত কালা মিয়া ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, আব্দুল হামিদ পেশায় একজন কৃষক প্রতিদিনই রাতে বাসা থেকে বের হয়ে যান। আবার বের হওয়ার কিছুক্ষণ পর রাতেই ফিরে আসেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে গ্রামের মাঠে তার মরদেহ পাওয়া যায়। তিনি আরও বলেন,তার শরীর কাদামাখা ছিল। শরীরের বাইরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে বিষয়টি রহস্যজনক। মরদেহ ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব