আমার শুধু তোমার অভাব অন্যকিছু নয়’ শুধু তোর জন্য তোর অরন্যে’সহ বেশ কিছু জনপ্রিয় গানের শিল্পী শারমিন সুলতানা উপমা মা হয়েছেন। ৫ ফেব্রুয়ারি ভোরে কন্যা আরহাস বিশ্ববিদ্যালয় হাসপাতাল সন্তানের জন্মদেন তিনি। বিষয়টি ক্ষুদে বার্তায় তিনি জানিয়েছেন। উপমা ও তার কন্যা দুজনেই সুস্থ আছেন।
কণ্ঠশিল্পী শারমিন সুলতানা উপমা বেশ কয়েক বছর ধরে আমাদের সঙ্গীতাঙ্গনে আলো ছড়িয়ে যাচ্ছেন। তাঁর ধ্যান জ্ঞান স্বপ্ন সাধনা সব কিছু এই সঙ্গীতকেই ঘিরেই আবর্তিত হয়। তিনি একাধারে লাইভ কনসার্ট, টিভি সঙ্গীতানুষ্ঠান, প্লেব্যাক, মিউজিক ভিডিও ইত্যাদি মাধ্যমগুলোতে অসাধারণ পারফর্মেন্স করার মাধ্যমে দর্শক শ্রোতাদের মন জয় করে নিয়েছেন অনেক আগেই।