বলিউডে এখন বিয়ের আমেজ চলছে। অনিল কাপুরের মেয়ে অভিনেত্রী সোনম কাপুরের বিয়ের আনন্দে উচ্ছ্বসিত সবাই। মঙ্গলবার (৮ মে) প্রেমিক আনন্দ আহুজাকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সোনম। তাদের বিয়ে নিয়ে যখন বলিউডে আলোচনার জোয়ার বইছে, ঠিক তখনই আরেকটি বিয়ের খবর শোনা যাচ্ছে।
এই জুটির নাম সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যানন। শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই দুই তারকা। ‘রাবতা’ ছবিতে একসঙ্গে কাজের সুবাদে সুশান্ত-কৃতি প্রেমে জড়িয়েছেন বলে গুঞ্জন।
সম্প্রতি সুশান্তের ব্যান্দ্রার বাড়িতে নাকি তার বাবা-মায়ের সঙ্গে দেখা করেন কৃতি। সুশান্তের বাবা-মায়ের সঙ্গে বেশ কিছু সময়ও কাটান‘রাবতাখ্যাত এই অভিনেত্রী। আর তখন থেকেই শুরু হয় গুঞ্জন। যদিও, বিষয়টি নিয়ে কৃতি বা সুশান্ত কেউই কোনও মন্তব্য করেননি।
পাশাপাশি কৃতির বোন নুপুরের সঙ্গেও সুশান্তের বেশ ভাল সম্পর্ক। মাঝে মধ্যেই কৃতি, সুশান্ত এবং নুপুরকে আউটিংয়েও বের হতে দেখা যায়। শুধু তাই নয়, ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলার মতো নাকি কৃতিও তার বোন নুপুরকে বলিউডে আনতে চাইছেন। আর সেই কারণেই মাঝে মধ্যে নুপুরকে নিয়ে কৃতি ফটোশুটও শুরু করেছেন।


























