০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

আমাদের কুমিল্লা

আমাদের কুমিল্লা

কাজী আবু তাহের

কে না চিনে ভাই
কুমিল্লার খাদি ও রসমালাই?
ঐতিহ্য আর সৌন্দর্যে সেরা
কুমিল্লার বৌদ্ধ বিহার
লাল মাটির পাহাড় লালমাই।

কুমিল্লার ময়নামতি-ভিক্টোরিয়া
নামগুলো বিদিত দেশ ব্যাপিয়া।

ক্যান্টনমেন্ট, বার্ড আর ওয়ারসিমেট্রি
কুমিল্লার গৌরবোজ্জ্বলের অনন্য হিস্ট্রি।

মহিয়সী নারী নবাব ফয়জুন্নেসা চৌধুরানী
শিক্ষা ও সাহিত্যে যার অবদান সমানে সমান
ধীরেন্দ্র নাথ দত্ত, কুমিল্লার আরেক কৃতিসন্তান
রাষ্ট্রভাষা বাংলা করার প্রথম যিনি দাবী জানান।

বরেণ্য সাহিত্যিক বুদ্ধদেব বসু, অজিত গুহ
শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি খালিদ এদিব চৌধুরী
কিংবা গীতিকার গাজী মাজহারুল আনোয়ার
সবাই কৃতিসন্তান আমাদের কুমিল্লার।

কবি নজরুল, নার্গিস ও প্রমিলা
কাব্যে-স্মৃতিতে সমুজ্জল আমাদের কুমিল্লা।

কুমিল্লা বোর্ড, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা ইপিজেড, কুমিল্লা বিমানবন্দর
সব ক্ষেত্রেই রয়েছে কুমিল্লার গুরুত্ব ও সমাদর।

খুনী মোস্তাকের কুকর্ম না হোক বিবেচ্য বিষয়
প্রাণের দাবী, কোন নদীর নামে নয়-
কুমিল্লার নামেই যেন কুমিল্লা বিভাগ হয়।

বিজনেস বাংলাদেশ/ bh

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

আমাদের কুমিল্লা

প্রকাশিত : ০৭:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩

আমাদের কুমিল্লা

কাজী আবু তাহের

কে না চিনে ভাই
কুমিল্লার খাদি ও রসমালাই?
ঐতিহ্য আর সৌন্দর্যে সেরা
কুমিল্লার বৌদ্ধ বিহার
লাল মাটির পাহাড় লালমাই।

কুমিল্লার ময়নামতি-ভিক্টোরিয়া
নামগুলো বিদিত দেশ ব্যাপিয়া।

ক্যান্টনমেন্ট, বার্ড আর ওয়ারসিমেট্রি
কুমিল্লার গৌরবোজ্জ্বলের অনন্য হিস্ট্রি।

মহিয়সী নারী নবাব ফয়জুন্নেসা চৌধুরানী
শিক্ষা ও সাহিত্যে যার অবদান সমানে সমান
ধীরেন্দ্র নাথ দত্ত, কুমিল্লার আরেক কৃতিসন্তান
রাষ্ট্রভাষা বাংলা করার প্রথম যিনি দাবী জানান।

বরেণ্য সাহিত্যিক বুদ্ধদেব বসু, অজিত গুহ
শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি খালিদ এদিব চৌধুরী
কিংবা গীতিকার গাজী মাজহারুল আনোয়ার
সবাই কৃতিসন্তান আমাদের কুমিল্লার।

কবি নজরুল, নার্গিস ও প্রমিলা
কাব্যে-স্মৃতিতে সমুজ্জল আমাদের কুমিল্লা।

কুমিল্লা বোর্ড, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা ইপিজেড, কুমিল্লা বিমানবন্দর
সব ক্ষেত্রেই রয়েছে কুমিল্লার গুরুত্ব ও সমাদর।

খুনী মোস্তাকের কুকর্ম না হোক বিবেচ্য বিষয়
প্রাণের দাবী, কোন নদীর নামে নয়-
কুমিল্লার নামেই যেন কুমিল্লা বিভাগ হয়।

বিজনেস বাংলাদেশ/ bh