০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

সোনমের বিয়েতে নাচলেন সালমান-শাহরুখ

ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে গেল বলিউড অভিনেত্রী সোনম কাপুরের বিয়ে। আর সোনম-আনন্দ আহুজার বিয়েটি তারকাদের মিলন-মেলাতে পরিণত হয়। সেখানে হাসি, গান ও নাচে মেতেছেন সবাই। বাদ যাননি সালমান-শাহরুখও।

সোনম কাপুর–আনন্দ আহুজার বিয়েতে অনিল কাপুরের সঙ্গেই গানের তালে কোমর দোলালেন সালমান খান, শাহরুখ খানরা। নাচতে দেখা গেল অর্জুন কাপুর, করণ জোহার, রণবীর সিং এবং বরুণ ধাওয়ানকেও। তবে আকর্ষণের কেন্দ্রে সেই সালমান–শাহরুখ জুটিই।

‘‌রইস’‌–এর ‘‌লায়লা ম্যায় লায়লা’‌ গানের সঙ্গে নাচলেন শাহরুখ। নাচের মঞ্চে উঠে গেলেন অনিল এবং সালমানও। কোমর দোলানো চলল সালমানের ‘‌জুড়ুয়া’‌ ফিল্মের ‘‌টানটানাটন’‌ এবং শাহরুখের ‘‌কুছ কুছ হোতা হ্যায়’‌–এর ‘‌কোই মিল গয়া’‌–র সঙ্গেও। সালমানের বিপরীতে ‘‌প্রেম রতন ধন পায়ো’‌–তে অভিনয় করে ছিলেন সোনম। সেই ফিল্মের গানের সঙ্গে নাচও বাদ পড়েনি। পরপর নাচ চলল ‘‌আজ কি পার্টি মেরি তরফ সে’‌, ‘‌জানম সমঝা করো’‌ এবং ‘‌করণ অর্জুন’‌–এর সঙ্গে। উপস্থিত ছিলেন শাহিদ কাপুর, মীরা কাপুর, সইফ আলি খান, করিনা কাপুর, আলিয়া ভাট, অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাইদের মতো তারকারাও।

ট্যাগ :
জনপ্রিয়

সোনমের বিয়েতে নাচলেন সালমান-শাহরুখ

প্রকাশিত : ১১:৫৬:২২ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮

ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে গেল বলিউড অভিনেত্রী সোনম কাপুরের বিয়ে। আর সোনম-আনন্দ আহুজার বিয়েটি তারকাদের মিলন-মেলাতে পরিণত হয়। সেখানে হাসি, গান ও নাচে মেতেছেন সবাই। বাদ যাননি সালমান-শাহরুখও।

সোনম কাপুর–আনন্দ আহুজার বিয়েতে অনিল কাপুরের সঙ্গেই গানের তালে কোমর দোলালেন সালমান খান, শাহরুখ খানরা। নাচতে দেখা গেল অর্জুন কাপুর, করণ জোহার, রণবীর সিং এবং বরুণ ধাওয়ানকেও। তবে আকর্ষণের কেন্দ্রে সেই সালমান–শাহরুখ জুটিই।

‘‌রইস’‌–এর ‘‌লায়লা ম্যায় লায়লা’‌ গানের সঙ্গে নাচলেন শাহরুখ। নাচের মঞ্চে উঠে গেলেন অনিল এবং সালমানও। কোমর দোলানো চলল সালমানের ‘‌জুড়ুয়া’‌ ফিল্মের ‘‌টানটানাটন’‌ এবং শাহরুখের ‘‌কুছ কুছ হোতা হ্যায়’‌–এর ‘‌কোই মিল গয়া’‌–র সঙ্গেও। সালমানের বিপরীতে ‘‌প্রেম রতন ধন পায়ো’‌–তে অভিনয় করে ছিলেন সোনম। সেই ফিল্মের গানের সঙ্গে নাচও বাদ পড়েনি। পরপর নাচ চলল ‘‌আজ কি পার্টি মেরি তরফ সে’‌, ‘‌জানম সমঝা করো’‌ এবং ‘‌করণ অর্জুন’‌–এর সঙ্গে। উপস্থিত ছিলেন শাহিদ কাপুর, মীরা কাপুর, সইফ আলি খান, করিনা কাপুর, আলিয়া ভাট, অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাইদের মতো তারকারাও।