০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

সোনম-আনন্দের তাক লাগানো বিবাহোত্তর সংবর্ধনা

বলিউড পাড়ার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এখন অনীল কাপুরের মেয়ে সোনম কাপুর। তাকে নিয়ে এখন আগ্রহের শেষ নেই। তারকা-কন্যা ও বলিউড অভিনেত্রীর বিয়ে নিয়ে মুম্বাইজুড়ে চলছে ব্যাপক উল্লাস-উন্মাদনা।

সপ্তাহজুড়ে একের পর এক সম্পন্ন হচ্ছে সোনম-আনন্দের বিয়ের আকর্ষণীয় সব অনুষ্ঠান। মেহেদী অনুষ্ঠানের পরের দিন ৮ মে দুপুরে মুম্বাইতে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে অনীল-কন্যার বিয়ে। একইদিন সন্ধ্যায় সেখানকার পাঁচ তারকা হোটেল লীলাতে আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনা। বর্ণিল ও প্রাণবন্ত এসব অনুষ্ঠানে ছিল গান-বাজনা ও নাচের আয়োজন। অনুষ্ঠানগুলোতে কাপুর পরিবারের সদস্যদের সঙ্গে যোগ দিয়েছেন বলিউডের তারকারা।

মুম্বাইয়ের লীলা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনাতে ক্যামেরার সামনে পোজ দিলেন সোনম-আনন্দ। ছবি: সংগৃহীত

নিউজ এইটটিনের প্রতিবেদনে বলা হয়, বিয়ের পর এবার বিবাহোত্তর সংবর্ধনাতেও তাক লাগিয়ে দিলেন নবদম্পতি সোনম কাপুর ও আনন্দ আহুজা। দু’জনেই তাদের পোশাকের সঙ্গে রেখেছেন মানানসই মিল। উজ্জ্বল রঙের পরিবর্তে বেছে নিয়েছেন কালো, সাদা ও ধূসর রঙ।

ফ্যাশন সচেতন অভিনেত্রী সোনম কাপুর সন্ধ্যার জাঁকজমক এ অনুষ্ঠানে সাদা- ধূসর রঙের লেহেঙ্গা পরেন। বিবাহোত্তর সংবর্ধনার লেহেঙ্গাটির নকশা করেন ভারতের অন্যতম ডিজাইনার অনামিকা খান্না। পুরো অনুষ্ঠানেই হাস্যোজ্জ্বলভাবে মেতে থাকতে দেখা গেছে নবদম্পতিকে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, সন্ধ্যায় বিবাহোত্তর সংবর্ধনাতে কনে সোনমের দিকে যেমন সবার নজর ছিল, ঠিক তেমনি অভিনেত্রীর বর আনন্দ আহুজার দিকেও নজর ছিল সবার। দিল্লির বিশিষ্ট শিল্পপতির ছেলে আনন্দ আহুজা বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে সাদা চুড়িদার ও কালো শেরওয়ানির সঙ্গে পরেছেন স্নিকার্স। বিষয়টি নজর এড়ায়নি ভক্তদের। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দের স্নিকার্স নিয়ে ব্যঙ্গকৌতুক করতে ছাড়েননি তারা।

ট্যাগ :
জনপ্রিয়

সোনম-আনন্দের তাক লাগানো বিবাহোত্তর সংবর্ধনা

প্রকাশিত : ০৯:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮

বলিউড পাড়ার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এখন অনীল কাপুরের মেয়ে সোনম কাপুর। তাকে নিয়ে এখন আগ্রহের শেষ নেই। তারকা-কন্যা ও বলিউড অভিনেত্রীর বিয়ে নিয়ে মুম্বাইজুড়ে চলছে ব্যাপক উল্লাস-উন্মাদনা।

সপ্তাহজুড়ে একের পর এক সম্পন্ন হচ্ছে সোনম-আনন্দের বিয়ের আকর্ষণীয় সব অনুষ্ঠান। মেহেদী অনুষ্ঠানের পরের দিন ৮ মে দুপুরে মুম্বাইতে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে অনীল-কন্যার বিয়ে। একইদিন সন্ধ্যায় সেখানকার পাঁচ তারকা হোটেল লীলাতে আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনা। বর্ণিল ও প্রাণবন্ত এসব অনুষ্ঠানে ছিল গান-বাজনা ও নাচের আয়োজন। অনুষ্ঠানগুলোতে কাপুর পরিবারের সদস্যদের সঙ্গে যোগ দিয়েছেন বলিউডের তারকারা।

মুম্বাইয়ের লীলা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনাতে ক্যামেরার সামনে পোজ দিলেন সোনম-আনন্দ। ছবি: সংগৃহীত

নিউজ এইটটিনের প্রতিবেদনে বলা হয়, বিয়ের পর এবার বিবাহোত্তর সংবর্ধনাতেও তাক লাগিয়ে দিলেন নবদম্পতি সোনম কাপুর ও আনন্দ আহুজা। দু’জনেই তাদের পোশাকের সঙ্গে রেখেছেন মানানসই মিল। উজ্জ্বল রঙের পরিবর্তে বেছে নিয়েছেন কালো, সাদা ও ধূসর রঙ।

ফ্যাশন সচেতন অভিনেত্রী সোনম কাপুর সন্ধ্যার জাঁকজমক এ অনুষ্ঠানে সাদা- ধূসর রঙের লেহেঙ্গা পরেন। বিবাহোত্তর সংবর্ধনার লেহেঙ্গাটির নকশা করেন ভারতের অন্যতম ডিজাইনার অনামিকা খান্না। পুরো অনুষ্ঠানেই হাস্যোজ্জ্বলভাবে মেতে থাকতে দেখা গেছে নবদম্পতিকে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, সন্ধ্যায় বিবাহোত্তর সংবর্ধনাতে কনে সোনমের দিকে যেমন সবার নজর ছিল, ঠিক তেমনি অভিনেত্রীর বর আনন্দ আহুজার দিকেও নজর ছিল সবার। দিল্লির বিশিষ্ট শিল্পপতির ছেলে আনন্দ আহুজা বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে সাদা চুড়িদার ও কালো শেরওয়ানির সঙ্গে পরেছেন স্নিকার্স। বিষয়টি নজর এড়ায়নি ভক্তদের। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দের স্নিকার্স নিয়ে ব্যঙ্গকৌতুক করতে ছাড়েননি তারা।