শুরু ‘‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদে‘’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে। শনিবার, ২৫ ফেব্রুয়ারি সকালে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ওই দপ্তর চত্ত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়েল অধীনস্থ প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগীতায় প্রদর্শনীর আয়োজন করে কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল।
অনুষ্ঠনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসসাদিকজামন।জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইউসুফ হাবিব, উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া প্রমুখ।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার খামারাদের ৩৮টি প্রদর্শনী স্টল নিয়ে কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল চত্ত্বরে উপস্থিত হয়। পরে অতিথিবৃন্দ স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং তাদের প্রশংশা করেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























