০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

হরিরামপুরে অভিনব একুশে একুশ হাফ ম্যারাথন দৌড়

মানিকগঞ্জের হরিরামপুরে পরিবেশ বান্ধব সংগঠন “হরিরামপুর শ্যামল নিসর্গ’র উদ্যোগে মহান ভাষার মাসে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে একুশে একুশ হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শনিবার (২৫শে ফেব্রুয়ারী) ভোরে উপজেলার পাটগ্রাম সরকারি অনাথবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যারাথন দৌড়ের শুভ উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক পদ্মাপাড়ের সক্রেটিস খ্যাত হরিপদ সূত্রধর।

এ সময় আরও উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য প্রমুখ।

ম্যারাথন দৌড়ে অংশগ্রহণের জন্য সকাল সাড়ে ছয়টায় টাঙ্গাইল, মির্জাপুর, যশোর, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ সদর, ঢাকার সাভার, নবাবগঞ্জ ও দোহার এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থীসহ প্রায় চার শতাধিক অংশগ্রহণকারী নারী-পুরুষ পাটগ্রাম সরকারি অনাথবন্ধু উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদ্বোধনকালে পরিবেশ সচেতনতায় গান পরিবেশন করেন গানের দল “কুয়াশা মূর্খ” ও “মনের মানুষ” ব্র‍্যান্ড।

৫ কিলোমিটার ও ২১ কিলোমিটার দূরত্বে দুটি বিভাগে হাফ ম্যারাথন ৮টা ১০ মিনিটে শুরু করে বেলা সাড়ে এগারোটার দিকে জেলা শহরের শহিদ স্মৃতি স্তম্ভের সামনে এসে দৌড় শেষ হয়। হরিরামপুর শ্যামল নিসর্গ’র উপদেষ্টা তৈয়বুল আজহার এঁর সঞ্চালনায় শহিদ স্মৃতি স্তম্ভে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএম (বার)।

সংগঠনের সভাপতি ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন অ্যাডভোকেট। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সাইফুদ্দিন আহমেদ নান্নু ও নাট্যাভিনেতা মাজনুন মিজান প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব পাল। ম্যারাথন দৌড়ে বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) হরিরামপুর উপজেলা শাখার সভাপতি জ. ই. আকাশ ও সহ-সভাপতি শুভংকর পোদ্দার।
উল্লেখ্য, “সবুজে বাঁচি, প্রাণবিক পৃথিবী গড়ে তুলি” এই স্লোগানকে সামনে রেখে হাফ ম্যারাথন আয়োজনের পাশাপাশি সংগঠনের কর্মীরা সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।

এছাড়াও ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারীদে শ্যামল নিসর্গ থেকে পদক প্রদান করা হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

হরিরামপুরে অভিনব একুশে একুশ হাফ ম্যারাথন দৌড়

প্রকাশিত : ১১:২১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩

মানিকগঞ্জের হরিরামপুরে পরিবেশ বান্ধব সংগঠন “হরিরামপুর শ্যামল নিসর্গ’র উদ্যোগে মহান ভাষার মাসে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে একুশে একুশ হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শনিবার (২৫শে ফেব্রুয়ারী) ভোরে উপজেলার পাটগ্রাম সরকারি অনাথবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যারাথন দৌড়ের শুভ উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক পদ্মাপাড়ের সক্রেটিস খ্যাত হরিপদ সূত্রধর।

এ সময় আরও উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য প্রমুখ।

ম্যারাথন দৌড়ে অংশগ্রহণের জন্য সকাল সাড়ে ছয়টায় টাঙ্গাইল, মির্জাপুর, যশোর, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ সদর, ঢাকার সাভার, নবাবগঞ্জ ও দোহার এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থীসহ প্রায় চার শতাধিক অংশগ্রহণকারী নারী-পুরুষ পাটগ্রাম সরকারি অনাথবন্ধু উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদ্বোধনকালে পরিবেশ সচেতনতায় গান পরিবেশন করেন গানের দল “কুয়াশা মূর্খ” ও “মনের মানুষ” ব্র‍্যান্ড।

৫ কিলোমিটার ও ২১ কিলোমিটার দূরত্বে দুটি বিভাগে হাফ ম্যারাথন ৮টা ১০ মিনিটে শুরু করে বেলা সাড়ে এগারোটার দিকে জেলা শহরের শহিদ স্মৃতি স্তম্ভের সামনে এসে দৌড় শেষ হয়। হরিরামপুর শ্যামল নিসর্গ’র উপদেষ্টা তৈয়বুল আজহার এঁর সঞ্চালনায় শহিদ স্মৃতি স্তম্ভে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএম (বার)।

সংগঠনের সভাপতি ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন অ্যাডভোকেট। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সাইফুদ্দিন আহমেদ নান্নু ও নাট্যাভিনেতা মাজনুন মিজান প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব পাল। ম্যারাথন দৌড়ে বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) হরিরামপুর উপজেলা শাখার সভাপতি জ. ই. আকাশ ও সহ-সভাপতি শুভংকর পোদ্দার।
উল্লেখ্য, “সবুজে বাঁচি, প্রাণবিক পৃথিবী গড়ে তুলি” এই স্লোগানকে সামনে রেখে হাফ ম্যারাথন আয়োজনের পাশাপাশি সংগঠনের কর্মীরা সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।

এছাড়াও ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারীদে শ্যামল নিসর্গ থেকে পদক প্রদান করা হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব