বলিউডের জনপ্রিয় খিলারিখ্যাত অভিনেতা অক্ষয় কুমার। রুস্তম ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। সেই ছবির পোষাক নিলামে তুলে স্বশস্ত্র বাহিনী থেকে আইনি নোটিশ পেলেন এই অভিনেতা। রুস্তম ছবিতে তিনি একজন কমান্ডারের ভূমিকায় অভিনয় করেছিলেন।
জ্যানিস ট্রাস্ট নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার জন্য অর্থ সংগ্রহ করতে রুস্তম ছবিতে তিনি নৌ বাহিনীর যে ইউনিফর্ম পরেছিলেন সেটি নিলামে দেন। কিন্তু এই নিলামের কারণেই আইনি নোটিশ পেলেন অক্ষয় ও তার স্ত্রী টুইঙ্কেল খান্না।
ভারতের স্বশস্ত্র বাহিনী কর্তৃক পরিপ্রেরিত ওই আইনি নোটিশে বলা হয়েছে, স্বশস্ত্র বাহিনী’র লোগো সম্বলিত কোনো ইনিফর্ম নিলামে তোলা বাহিনীটির জন্য অসম্মানজনক। কেননা এর সাথে জড়িত থাকে দেশের জন্য ভালোবাসা ও আবেগ। এই ইউনিফর্ম কোনোভাবেই নিলামে তোলা সমর্থনযোগ্য নয়।
এতে আরো বলা হয়, ইউনিফর্মে সংযুক্ত থাকে রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত পদক ও সম্মাননা। যা কোনোভাবেই চুক্তি বা বিক্রি বা নিলামে তোলা উচিত নয়।
জানা গেছে, এই অনলাইন নিলামের সর্বশেষ তারিখ আগামী ২৬ মে। আইনি নোটিশে অক্ষয় ও টুইঙ্কেলকে নিলাম বাতিল করতে বলা হয়েছে। নাহলে ভারতের পেনাল কোড অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও প্রেরিত আইনি নোটিশে বলা হয়েছে।
একইসাথে নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান সল্টকোটকেও আইনি নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, ভারতের ইতিহাসে স্বশস্ত্র বাহিনীর কোনো ইউনিফর্ম নিলামে ওঠানোর রেকর্ড নেই।


























