১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

পতন অব্যাহত শেয়ারবাজারে

সপ্তাহের শেষ কার্যদিবসেও (১০ মে) উভয় শেয়ারের বাজারে পতন হয়েছে। এনিয়ে টানা সাত দিন পতন হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। আজ উভয় বাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে উভয় শেয়ারবাজারে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৮৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ ও ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩০৬ ও ২০৭৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৫৬২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫৬০ কোটি টাকার। আজ ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৯৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।

অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭২৫৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১২, সিএসই-৩০ সূচক ৯৩, সিএসসিএক্স ৬৪ ও সিএসআই ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৯২, ১৫৫৭০, ১০৪২৬ ও ১১৬৬ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৪টির,কমেছে ১২৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টির দর। সিএসইতে আজ ২৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আর আগের দিন লেনদেন হয়েছিল ২২ কোটি টাকার।

ট্যাগ :

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

পতন অব্যাহত শেয়ারবাজারে

প্রকাশিত : ০৪:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮

সপ্তাহের শেষ কার্যদিবসেও (১০ মে) উভয় শেয়ারের বাজারে পতন হয়েছে। এনিয়ে টানা সাত দিন পতন হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। আজ উভয় বাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে উভয় শেয়ারবাজারে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৮৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ ও ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩০৬ ও ২০৭৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৫৬২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫৬০ কোটি টাকার। আজ ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৯৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।

অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭২৫৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১২, সিএসই-৩০ সূচক ৯৩, সিএসসিএক্স ৬৪ ও সিএসআই ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৯২, ১৫৫৭০, ১০৪২৬ ও ১১৬৬ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৪টির,কমেছে ১২৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টির দর। সিএসইতে আজ ২৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আর আগের দিন লেনদেন হয়েছিল ২২ কোটি টাকার।