কান চলচ্চিত্র উৎসবে বেশির ভাগ অভিনেত্রীকে প্রতিবারের মতই গাউন পরতে দেখা গেলেও কঙ্গনা রানাওয়াত ব্যতিক্রম। কালো শাড়ি পরে উৎসবে হাজির হয়েছেন ‘কুইন’ অভিনেত্রী। ‘আকাশ তারা’ নামের শাড়িটির নকশা করেছেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।
কানের লাল গালিচায় কঙ্গনা ছাড়াও এ পর্যন্ত হেঁটেছেন আরো দুই ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও মল্লিকা শেরাওয়াত। দুজনকেই ভারী কাজ করা সাদা গাউনে দেখা গেছে উৎসবে।


























